Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোটা কুরআনই রাসূল (সা.) চরিত্র -বজলুল হক হারুন এমপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি ও সউদী-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রæপের চেয়ারম্যান আলহাজ বজলুল হক হারুন এমপি বলেছেন, রাসূল (সা.)কে সৃষ্টি না করলে আল্লাহপাক কিছুই সৃষ্টি করতেন না। গোটা কুরআনই রাসূল (সা.)-এর চরিত্র। গোটা মানব জাতির কল্যাণেই রাসূল (সা.)কে দুনিয়ায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাহানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পক্ষ কালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ বজলুল হক হারুন এমপি একথা বলেন। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইফা’র বোর্ড -এর অন্যতম সদস্য আলহাজ মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও ইফা’ বোর্ড সদস্য সিরাজ উদদীন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতী মিযানুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মনিরুজ্জামান রব্বানী ও মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মো: নাজমুল হাসান। অনুষ্ঠানে ইসলামী গজল পেশ করেন প্রখ্যাত ইসলামী কন্ঠশিল্পী মোস্তফা জামান আব্বাসী।
আলহাজ বজলুল হক হারুন এমপি বলেন, জাহেলিয়াত যুগে রাসূল (সা.)কে শান্তির দূত হিসেবে পাঠানো হয়েছিল। গোটা বিশ্বে শান্তি আনতে হলে রাসূল (সা.)-এর চরিত্রকে অনুসরন করতে হবে। তিনি বলেন, মায়ানমারের নির্যাতিত লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশের ভাব-মর্যাদা আরো উজ্জ্বল করেছেন।
ইসলামী ঐক্য আন্দোলন
এদিকে, পবিত্র দাওয়াতুন্নবী (সা:) ও ইসলামী ঐক্য আন্দোলনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, রাসূল (সা:) পৃথিবীতে এসেছিলেন সকল বাতিল মতবাদের মুকাবিলায় ইসলামকে বিজয়ী করার জন্য। ইসলাম একটি বিজয়ী শক্তির নাম। মুসলিম বিশ্বের কথিত শাসকদের নতজানু নীতির কারনে আজ সারা দুনিয়ায় মুসলিম নির্যাতন হচ্ছে। তারা বলেন, রাসূল (সা:) মক্কায় তের ও মদিনায় দশ বছর অবর্ননীয় কষ্টস্বীকার করে যে দ্বীন পৃথিবীতে রেখে গেছেন তা আজ কতিপয় দুনিয়া পুজারী আলেমদের কারণে ইসলামের বিকৃতরুপ উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। গতকাল শুক্রবার) বিকেলে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যসোসিয়েন মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন। ঢাকা মহানগরীর আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির প্রিন্সিপাল মুহাম্মদ শওকাত হোসেন, মওলানা মুহাম্মদ রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরীর আমির মওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ মুসলিম লীগের দপ্তর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর আমির মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফারুক আহমদ, ইসলামী ঐক্যজোটের যুগ্ন মহাসচিব মাওলানা শওকাত আমীন, ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি মুহাম্মদ আবদুর রহমান প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসূল (সা.)

১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ