মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের পূর্বাঞ্চলে শুক্রবার পরপর দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম দফা আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। এটির কেন্দ্রস্থল ছিল জনাকীর্ণ কারমান নগরীর কাছে ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
সংস্থাটি জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার মাত্র ১০ মিনিট পর একই এলাকায় আরেক দফা ভূমিকম্প আঘাত হানে। এটি প্রথম দফায় আঘাত হানা ভূমিকম্পের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০।
তবে তাৎক্ষণিক ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা না গেলেও এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এর মাত্র দুই সপ্তাহ আগে, ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে চার শতাধিক লোক নিহত হন। এর পর এ দু’টি ভূমিকম্প আঘাত হানলো। ইরাক সীমান্তবর্তী ওই প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৩।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।