Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পৃথক ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার করা হগেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, রূপগঞ্জে পৃথক স্থানে দাবিকৃত যৌতুকের দাবিতে আফসানা বেগম নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে ও বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কুলসুমা আক্তার নামে নারী শ্রমিককে ধর্ষণের পর উদ্ধার করা হয়েছে বলে নিহতের স্বজনরা দাবি করেছেন। নারী শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত কুলসুমা আক্তার চাঁদপুর জেলার সদর উপজেলার বহরিয়া এলাকার আমির হোসেনের মেয়ে ও আফসানা উপজেলার নাওড়া এলাকার আশোক আলীর মেয়ে।
নিহত গৃহবধু আফসানা বেগমের পরিবারের অভিযোগ, ২০১৩ সালে ইছাখালী এলাকার কামাল হোসেনের ছেলে রাসেল মিয়ার সঙ্গে আফসানা বেগমের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে ২ লাখ টাকা দেয়া হয়। নেশার টাকার জন্য প্রায় সময়ই মারধরসহ বিভিন্ন ভাবে অত্যাচার করত। এছাড়া রাসেল ও শাশুরী রাহেলা বেগমসহ শশুর বাড়ির লোকজন যৌতুক দাবি করলে বাপের বাড়ি থেকে বেশ কয়েকবার টাকাও এনে দেয়া হয়। দাবিকৃত মাদকের টাকা না দেয়ায় গতকাল বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে রাসেল মিয়ার সঙ্গে আফসানা বেগমের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শারিরিক নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় আফসানাকে। পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
অপর ঘটনায় নিহত কুলসুমা আক্তারের পরিবারের অভিযোগ, শরিয়তপুর জেলার নরিয়া থানার শেখ পোরকান্দি এলাকার আলী হোসেনের ছেলে রুবেল তেতলাবো এলাকায় বসবাস করে অটোরিকশা চালিয়ে আসছে। কারখানায় যাওয়া আসার সময় প্রায় সময়ই কুলসুমা আক্তারকে উত্যক্ত করতো। বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দিলে কুলসুমা তা প্রত্যাখান করে। গত রোববার ভোরে ইউনাইটেড মেলামাইন কারখানায় কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। নিখোঁজের চার দিন পর বুধবার রাতে কারখানার পাশের একটি ডোবায় কুলসুমা আক্তারের লাশ ভেসে উঠেছে দেখতে পায় এলাবাসী। পরে লাশ উদ্ধার করা হয়। রুবেলসহ তার সহযোগীরা কুলসুমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করে গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে যায় বলে দাবি করেন মা তাসলিমা বেগমসহ পরিবারের লোকজন।
ল²ীপুর সংবাদদাতা জানান, ল²ীপুরে পৃথক ঘটনায় শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার রামগতি উপজেলার চরগাজী এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের ও বুধবার সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের খামার বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে মান্নান (৭) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, রামগতি উপজেলার চরগাজী এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
অপরদিকে গত সোমবার বিকালে সদর উপজেলার মান্দারী এলাকার নিজ বাড়ি থেকে মান্নান তার নানার বাড়ি যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। বুধবার সকালে পার্শ্ববর্তী একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত মান্নান খামার বাড়ির কামাল উদ্দিনের ছেলে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ বছর বয়সে মান্নান নামের ওই শিশুটির হার্টের অপারেশান হয়েছে। এর পর থেকে শিশুটি শারিরিক ভাবে আরো দূর্বল হয়ে পড়ে যে কারনে ডোবার পানিতে পড়ে উঠতে না পেরে মারা যায়।
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলায় বুধবার দিবাগত রাতে দু’টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, মাইক্রো চালক হাকিমকে গত বুধবার বিকেল ৩টার সময় চট্টগ্রামের লালদিঘীর পাড় থেকে যাত্রী বেসে ৩/৪ জন লোক কক্সবাজার যাওয়ার জন্য ভাড়া করে নিয়ে যায়। গতকাল সকাল ৮টায় একটি মাইক্রো পটিয়া পোষ্ট অফিস মোড় এলাকায় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হলে লোকজন গাড়িটি সরাতে গিয়ে কাঁচের জানালার ফাঁকে রক্তাক্ত অবস্থায় গাড়ীর ভিতর হাকিমের লাশ দেখতে পায়। এ সময় পুলিশকে খবর দিলে পটিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত হাকিম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মৃত সামির উদ্দিনের পুত্র।
অপরদিকে একই রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু স্কুল সংলগ্ন এলাকায় পুত্র মাঈনুদ্দিন হৃদয়ের হাতে নিহত হয় পিতা মোশাররফ হোসেন। নেশাগ্রস্থ পুত্র মাঈনুদ্দিন বিদেশ যাওয়ার জন্য পিতা মোশাররফ থেকে ৫ লাখ টাকা না পেয়ে পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে ঝগড়াবিবাদ করে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় একটি সিএনজি যোগে মাঈনুদ্দিন তার পিতার রক্তমাখা লাশ নিয়ে বাড়িতে গিয়ে লাশটি সরানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তার গতিবিধি সন্দেহ জনক দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং মাঈনুদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদাদাতা জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় উর্মি খাতুন (১৩) নামের মেধাবী এক স্কুলছাত্রীকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে গোলাপনগর বাঙ্গালপাড়ার আব্দুল আলিমের কন্যা এবং দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রী। জানা যায়, স্কুলছাত্রী উর্মি খাতুন দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপাড়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের কুরআন বিভাগের ছাত্রী ছিল। মঙ্গলবার সকাল ৯টায় সে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন বুধবার বিকেলে তার মরদেহ পাশের লিচু বাগানের ছোট একটি লিচু গাছে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পায়। পরে ভেড়ামারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক জানিয়েছেন, নিহত উর্মির সাথে প্রেমের সর্ম্পক ছিল ওই এলাকারই আব্দুল মালেকের বখাটে পুত্র হিটু’র (১৫)। ঘটনার আগের দিন তারা দু’জনই পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যায়। কিন্তু তারা পরীক্ষা না দিয়ে নিখোঁজ হয়। পরের দিন বুধবার উর্মির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে প্রতারক প্রেমিক হিটু। ধারনা করা হচ্ছে, প্রেমিক হিটু প্রতারণার আশ্রয় নিয়ে তার বন্ধুরা মিলে উর্মিকে হত্যা করার পর তাকে লিচু গাছে ঝুলিয়ে দেয়।
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আগুনতলা গ্রামে বুধবার রাতে শারমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার রাতে গৃহবধূ শারমিন বিষ খেলে অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষ খাওয়ার সাথে সাথে তার বাবার বাড়িতে খবর দেয়া হয়। তার বাবা তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে তার মেয়েকে নির্যাতন করে মুখে বিষ প্রয়োগ করা হয়েছে। তার বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নীলফামারী সংবাদদাতা জানান, নীলফামারীর সৈয়দপুর-পাবর্তীপুর সড়কের রূপসী বাংলা রেস্তোরার পার্শ্ববর্তী একটি ডোবা থেকে সজিব রহমান (১০) নামের তৃতীয় শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছসজিব সৈয়দপুর পৌরশহরের নিয়ামতপুর আদানীর মোড় মহল্লার মনছুর আলীর ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, সজিব চার দিন আগে বাড়ীর পার্শ্ববর্তী একটি ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে ডোবা পাশের জমিতে ধান কাটতে আসা লোকজন ডোবাতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, সৈয়দপুর থানা পুলিশ বৃহস্পতিবার শহরের পার্বতীপর সড়কের পাশের খাল থেকে সজীব (১২) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে। সজীব সৈয়দপুর পৌর এলাকার আদানীর মোড়ের মনসুর আলীর পুত্র। সজিব ৪ দিন ধরে নিখোঁজ ছিল সজীব। রাতে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়।
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, শ্রীপুরে টিএমএসএস এনজিও’র ঋনের কিস্তির টাকা দিতে না পারায় এনজিও কর্মীদের চাপে মুরগীর ব্যবসায়ী মজিবুর রহমান (৪৫) আত্মহত্যা করেছেন। গতকাল সকালে পৌর এলাকার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান ওই গ্রামের মৃত মাইন উদ্দিন ওরফে ফালুর পুত্র। নিহতের ছেলে নাইম জানান, তার মা ফাতেমা বেগম গত দুই মাস আগে শ্রীপুর শাখার টিএমএসএস টেংরা মোড় অফিসের এনজিও থেকে মাসিক কিস্তিতে ৫০ হাজার টাকা ঋণ নেয়। দুই মাস যথাসময়ে কিস্তির টাকা পরিশোধও করেন। বুধবার বিকেলে টিএমএসএস শাখার ঋণ আদায়কারী অফিসার সুনীল তাদের বাড়ীতে গিয়ে সকালের মধ্যে ঋনের কিস্তি না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে নেয়ার হুমকিসহ অশ্লীল গালমন্দ করে অপমান অপদস্ত করে। তিনি অভিযোগ করেন, এনজিও কর্মীদের চাপে টাকা দিতে না পারায় তার বাবা ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে ঋন আদায়কারী অফিসার সুনীলের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। টিএমএসএস শ্রীপুর শাখার শাখা ব্যবস্থাপক খন্দকার ইমদাদুল হক জানান, ঋনের টাকার জন্য তার কোন লোক কাউকে চাপ প্রয়োগ কিংবা কোন হুমকি দেয়নি। শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ