Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটি (বেজা) এর সাথে ইউনান ইউংগল ওভারসীজ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, চায়না এবং স্টার কনসোর্টিয়াম, বাংলাদেশ এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত।
বেজা ও ইউনান ইউংগল ওভারসিজ ইনভেস্টমেন্ট কোং লিমিটেড (কুনমিং আয়রন এবং স্টীল হোল্ডিং কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান) এবং স্টার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম লিমিটেড, বাংলাদেশ এর সাথে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
গতকাল বুধবার রাজধানীর হোটেল রাডিসন বøুতে সমঝোতা স্মারক দুটি স্বাক্ষরিত হয়। সাইনিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজা নির্বাহী চেয়ারম্যান মিঃ পবন চৌধুরী,উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ, চীনের রাষ্ট্রদুত মা মিংকিয়াং, চেয়ারম্যান অব ইউননান ইয়ংলি ওভারসীজ ইনভেস্টমেন্ট কোঃ লিঃ, বিজিএমইএর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান; স্টার কনসোর্টিয়াম বাংলাদেশ এর চেয়ারম্যান মিঃ আব্দুল মাতলুব আহমদ; ও অন্যান্য উপস্থিত হারুন উর রশিদ; বেজা নির্বাহী সদস্য এবং মিঃ উ ইউনকুন; চেয়ারম্যান, ইউননান ইয়ংলি ওভারসীজ ইনভেস্টমেন্ট কোঃ লিঃ। পরে আশরাফুল হক চৌধুরী; স্টার কনসোর্টিয়াম - বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক, এবং উ ইউনকুন চেয়ারম্যান, ইউননান ইয়ংলি ওভারসীজ ইনভেস্টমেন্ট কোঃ লিঃ এর দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব ডু লুজুন এর নেতৃত্বে গ্রæপের একটি উচ্চ পর্যায়ের ৭ সদস্য প্রতিনিধিদল এবং চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের ৩ সদস্যের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ গ্রহণ করেন। চুক্তির উদ্দেশ্য হলো পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক সক্ষমতা সহযোগিতা উন্নয়ন, এক্সপ্লোর এবং উন্নয়ন লক্ষ্য উপলব্ধি, কাজের সুযোগ সৃষ্টি, বাংলাদেশে ইস্পাত আমদানি কমিয়ে আনা এবং উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে কুনমিং আয়রন এবং স্টীল হোল্ডিং কোম্পানি লিমিটেড ২.১৩ বিলিয়ন মার্কিন ডলারের সর্ববৃহৎ এফডিআই নিয়ে এসেছে। ইউংগল বাংলাদেশ-চায়না আয়রন ও স্টিল ইন্টারন্যাশনাল ক্যাপাসিটি কো-অপারেশন ডেমোনস্ট্রেটিভ জোন বাংলাদেশে প্রতি বছর ২ মিলিয়ন টন স্টীল ও আয়রন তৈরীর সমন্বিত প্রকল্প প্রতিষ্ঠায় ইচ্ছুক। স্টার কনসোর্টিয়াম, বাংলাদেশ (বাংলাদেশ এর নেতৃস্থানীয় ১৭টি বৃহত্তম ব্যবসায়ী গ্রæপ) এর স্থানীয় অংশীদার হিসাবে কাজ করবে। ২ মিলিয়ন-টন প্রতি বছর সমন্বিত লোহা এবং ইস্পাত প্ল্যান্ট, প্ল্যান্ট, বø্যাস্ট ফার্নেস, স্টিল কনভার্টার, ¯ø্যাব এবং হট রোল্ড উৎপাদন লাইন, দীর্ঘ পণ্য উৎপাদন লাইন, ককিং প্ল্যান্ট এবং পাবলিক ইউটিলিটি; (বি) কয়লা চালিত পাওয়ার প্ল্যান্ট, (সি) গভীর সমুদ্র ও প্রাইভেট জেটিতে প্ল্যাটফর্ম স্থানান্তর, (ডি) ডিভাইস এবং মেশিন উৎ্পাদন (ই) লজিস্টিক্স এবং ডিস্ট্রিবিউশন, (এফ) সিমেন্ট এবং বিল্ডিং উপকরণ (জি) স্টীল স্ট্রাকচার তৈরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইকোনমিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ