পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিসমূহের মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন “বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম” (বিআইএফ)-এর সাথে ইকোনমিক মিডিয়া অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স ভবন (১৮ তলা), ৩৬ দিলকুশা বা/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী। সভাপতিত্ব করেন ইকোনমিক মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ মুনীরুজ্জামান। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন খালেদ ও মো. হেমায়েত উল্লাহ, এক্সিকিউটিভ মেম্বার মো. হাফিজ উল্লাহ্ ও মো. সামছুল আলম এবং ইকোনমিক মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদারসহ অ্যাসোসিয়েশনের অন্য সদস্যবৃন্দ। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।