বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিগত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আগামী ৫ বছরে আরও উন্নয়ন হবে। কোরিয়ান ইপিজেডে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। কর্ণফুলীর তলদেশে টানেল ও চায়না ইকোনোমিক জোনের কাজ চালু হলে আরও কর্মসংস্থান হবে। এই দুটি মহাপ্রকল্প বাস্তবায়ন হলে আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে আনোয়ারার মুৎসুদ্দিপাড়া বিবেকারাম বিহার সংলগ্ন চত্বরে নীরব সাধক ভদন্ত শাসনমিত্র মহাস্থবিরের দু’দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী ও সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ উপসংঘ রাজ শাসনস্তম্ভ ধর্ম প্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি শাসন ভাস্কর শাসন প্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়–য়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ, বৌদ্ধ সমিতির সভাপতি অজিতরঞ্জন বড়–য়া, বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি নেত্রসেন বড়–য়া, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়–য়া, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।