Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন করলে

ঢাকা আঞ্জুমানের জশ্নে জুলুছ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আল্লাহর নেয়ামত লাভ হয়
ঢাকা আঞ্জুমান, প্রতি বছরের ন্যায় এ বছরও আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার উদ্যোগে পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে গতকাল বুধবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ঢাকা আঞ্জুমানের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুছে ঈদ-এ-মিলাদ্ন্নুবী (দঃ) উৎযাপন করা হয়। এ উপলক্ষে গতকাল সকাল ৯ টায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লি­, রাসুল প্রেমিক আশেকানগণের অংশ গ্রহণে মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গন হতে এক আজিমুশ্বান জুলুছ বের হয়। জুলুছ শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর বাসস্টান্ড, বাশবাড়ি, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী, খিলজি রোড, বাবর রোড প্রদক্ষিণ করে মাদ্রাসা’র ময়দানে আয়োজিত মাহফিলে অংশ নেয়। জুলুছের র‌্যালী ও মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা. জি. আ.)। প্রধান মেহমান ছিলেন সাহেবজাদা হুজুর কেবলা হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ্, (মা.জি.আ.) ও আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্ (মা.জি.আ.)। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও ঢাকা আঞ্জুমান ও নগর গাউছিয়া কমিটির নের্তৃবৃন্দ।
মাহফিলে ওলামায়ে কেরামগণ বলেন, বিশেষত সর্বশ্রেষ্ঠ নেয়ামত হিসেবে আল্লাহ্’তায়ালা প্রিয় হাবীব হুজুর করিম (দঃ) কে সৃজন করে ধন্য করেছেন, সমগ্র সৃষ্টি জগৎ কে। অসংখ্য দুরূদ-সালাম প্রিয় নবীজির শানে। যাঁর সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন- আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না (আল হাদিস)। আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। হে মাহবুব আপনি বলুন, আল্লার রহমত ও করুনা প্রাপ্তির কারণে বান্দারা যেন খুশি উৎযাপন করে। এটা তাদের সকল সঞ্চিত এবাদত হতেও উত্তম। তাই রবিউল আউয়াল মাসে নবীজির সম্মানে জশ্নে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালন করলে অবশ্যই আমরা আল্লাহর অনুগ্রহ ও নেয়ামত প্রাপ্ত হব।
মাহফিলের স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারী আলহাজ্ব মোঃ সিরাজুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। মাহফিলে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রিজভী, শিক্ষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আজহারী, মুফতী মাহমুদুল হাসানসহ দেশ বরেণ্য ওলামায়েকেরামগণ। মাহফিল পরিচালনা করেন উপাধ্যক্ষ মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও হাফেজ মুনিরুজ্জামান। মাহফিল শেষে বাংলাদেশ ও সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা. জি. আ.)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে মিলাদুন্নবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ