Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বেগমগঞ্জে ৩ হাজার ৭শ পিস ইয়াবা ও টাকাসহ আটক ২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১:১১ পিএম

বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে লোকমান ও টিটু নামের দুই যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭শ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩লাখ ২৩হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা আলাইয়াপুর ইউনিয়নের বাসিন্দা।
র‌্যাব-১১, সিপিসি লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাইয়াপুর থেকে ইয়াবা ও নগদ টাকা মাদক সম্রাট লোকমান ও টিটুকে আটক করা হয়েছে। আটককৃতরা ওই এলাকা’সহ আশপাশের এলাকায় বিভিন্ন চক্রের মাধ্যমে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ