মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরপ্রদেশে এক মুসলিম ছাত্রীকে স্কুলে হিজাব না পরে আসার নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। হিজাব স্কুলের ‘পোশাকবিধির’ সঙ্গে খাপ খায় না বলে জানানো হয়। একই সঙ্গে পোশাকবিধি না মেনে চললে ওই ছাত্রীকে ইসলামিক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ারও পরামর্শ দিয়েছেন স্কুলের অধ্যক্ষা। বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা দফতর। তবে স্কুল কর্তৃপক্ষ এখনো নোটিশের জবাব দেয়নি বলে জানা গেছে। গত বুধবার মাথায় রুমাল বাধার কারণে উত্তরপ্রদেশের বাগপাতে তিন মাওলানাকে হেনস্থা করা হয়। এর রেশ কাটতে না কাটতেই এবার এক মুসলিম ছাত্রীকে হিজাব না পরে স্কুলে আসার নির্দেশে তৈরি হল বিতর্ক। যোগীর রাজ্যে নগর কোটওয়ালির আনন্দ ভবন নামে এক মিশনারি স্কুলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর বাবা মোহাম্মদ আর রিজভি স্কুলের অধ্যক্ষা অর্চনা থোমাসকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি অধ্যক্ষাকে অনুরোধ করেন, তার মেয়েকে হিজাব পরে স্কুলে আসার অনুমতি দেয়া হোক। কিন্তু স্কুলের নিয়মনীতির কারণ দেখিয়ে ওই ছাত্রীকে ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন অধ্যক্ষা। একই সঙ্গে তার পরামর্শ, স্কুলের নিয়মনীতির সঙ্গে মানিয়ে না চলতে পারলে মেয়েকে কোনো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিন। তাছাড়া স্কুলের পোশাক বিধির সঙ্গে হিজাব মানায় না। এরপরই জেলা প্রশাসনকে চিঠি লিখে বিস্তারিত জানান মোহাম্মদ আর রিজভি। তিনি বলেন, শিখ ছেলেরা যদি পাগড়ি পরে স্কুলে আসতে পারে তাহলে আমার মেয়ের হিজাব পরতে বাধা কোথায়? পাগড়ি পরাটাও তো স্কুলের পোশাক বিধির মধ্যে পড়ে না। এনডিটিভি, পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।