পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশকে ‘তথাকথিক বন্ধু’ এবং ভারতের নিরাপত্তার জন্য পাকিস্তান-চীনের চেয়েও বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। গতকাল অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মাত্র গত সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের জনগণের সংযোগ স্থাপনের বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন। সে সময় দুই দেশের জনগণের ‘ঐতিহাসিক বন্ধনকে’ আবার ‘নতুন করে জোরদারের’ ওপর গুরুত্ব দেন নরেন্দ্র মোদি। বাংলাদেশ ও ভারত যখন পারস্পরিক বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে, তখনই এমন বিতর্কিত মন্তব্য এলো।
৬৩ বছর বয়সী এ প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু চীন বা পাকিস্তানই নয়, বাংলাদেশও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সমান চ্যালেঞ্জিং। আমি এটা জানি, কারণ আমি খুব কাছ থেকে এটা দেখেছি।’
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে হংসরাজ আহিরের মন্তব্য প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশ সম্পর্কে তিনি আরও বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশই ভারতের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। শুধু উন্নত প্রযুক্তিই এ অনুপ্রবেশ ঠেকাতে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, চীন আমাদের ‘খুব ভালো বন্ধু নয়’। তারা সবসময় আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে।
পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, ‘আমরা যদি পাকিস্তান আধিকৃত কাশ্মীর দখল করতে চাই, তাহলে কেউ আমাদের আটকাতে পারবে না। কারণ এটি আমাদের অধিকার।’ সূত্র : পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।