Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই ফরাশগঞ্জের মুখোমুখী ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ঘরোয়া ফুটবলের মর্যদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম লেগে ঢাকা আবাহনী লিমিটেডের একমাত্র হারটি ছিলো ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। যারা শুরু থেকে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার তলানীতেই রয়েছে। সেই ফরাশগঞ্জের বিপক্ষেই দ্বিতীয় লেগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হবে ম্যাচটি। এর আগে একই মাঠে বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ঢাকা মোহামেডান স্পোর্টি ক্লাব।
প্রথম লেগে ফরাশগঞ্জের বিপক্ষে ১-০ গোলের হার ছাড়া বাকি ম্যাচগুলো ঢাকা আবাহনীর পারফরমেন্স সন্তোষজনকই। তবে দ্বিতীয় লেগের শুরুটা ভাল হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। দলের নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবা ফিরলেও আগের ম্যাচে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে অসহায় আতœসমর্পণ করতে দেখা গেছে আবাহনীকে। ২-১ গোলের হার দিয়েই দ্বিতীয় লেগে যাত্রা শুরু তাদের। তবে আজ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ দুর্বল ফরাশগঞ্জ হলেও কিছুদিন আগে তাদের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে আবাহনীর। তাই ম্যাচটি শুধু আবাহনীর জন্য সম্মানেরই নয়, প্রতিশোধেরও। বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম লেগে হারের দায় মাঠের ওপর চাপিয়ে দিলেও দ্বিতীয় লেগে এমন কোনো সমস্যা নেই। তাই ফরাশগঞ্জের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না তারা। শিরোপার লড়াইয়ে থাকতে হলে ফরাশগঞ্জকে হারাতেই হবে ঢাকা আবাহনীর। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থস্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী শীর্ষে থাকলেও ২৭ পয়েন্টে শেখ জামাল দ্বিতীয়স্থানে ও ২৫ পয়েন্ট পাওয়া নবাগত সাইফ স্পোর্টিং তৃতীয়স্থানে আছে। পয়েন্ট কাছাকাছি হওয়ায় চার দলকেই খুব সাবধানে এগুতে হবে। দ্বিতীয় লেগে খারাপ করা মানে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়া। যেমনটা ফরাশগঞ্জের বিপক্ষে হারলে হবে ঢাকা আবাহনীর। যদিও এ সম্ভাবনা ক্ষীণ। ‘ঝড়ে বক মরে’র মতো প্রথম লেগে আবাহনীকে হারানো ফরাশগঞ্জের অর্জন ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট হওয়ায় তারা প্রানপোণ লড়ছে রেলিগেশন থেকে বাঁচতে। আবাহনীকে হারাতে পারলে পুরান ঢাকার দলটি এক লাফে উঠে আসবে দশমস্থানে। তাই এ ম্যাচে ফরাশগঞ্জ নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়বে। যা আবাহনীর জন্য ভয়ের কারণ। তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা- এমন কথাই জানান আবাহনীর মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতু। অন্যদিকে ‘ফরাশগঞ্জের ভাবনা জুড়ে কেবলই জয়-’ এ কথা দলটির গোলরক্ষক অসীম দাসের। এতেই বোঝা যায় নিশ্চয় আজ মরণকামড় বসাতে চাইবেন তারা।
অন্যদিকে শিরোপা ঘরে তুলতে যেন লাফিয়ে লাফিয়ে আগে বাড়ছে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় লেগে ফরাশগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচে তারা মোহামেডানকে ছাড় দিতে নারাজ। যাদের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলের জয় ছিলো চট্টগ্রামের। আজও মোহামেডানকে হারাতেই মাঠে নামবে তারা। এমন কথাই জানান চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার নুরুল নাইয়ুম ফয়সাল। তবে আগের ম্যাচে শেখ জামালে কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়া মোহামেডানের লক্ষ্য এ ম্যাচে ঘুরে দাঁড়ানো। ১৭ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠস্থানে। চট্টগ্রাম আবাহনীর কাছে হারলে একধাপ নেমে যাবে বলে জয়ের বিকল্প ভাবছে না সাদাকালোরা। কথাটি জানান, মোহামেডান গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ