পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেখতে গেলেন মেয়র নাছির
হঠাৎ অসুস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য গতকাল (রোববার) বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার রাত ১১টায় তাকে নগরীর মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয় তাকে। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেয়া হয়। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে হাসপাতালে ছুটে যান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সকাল ১০টায় তিনি সেখানে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন ও তার চিকিৎসার খোঁজখবর নেন। এরপর চিকিৎসকের পরামর্শে মহিউদ্দিন চৌধুরীকে ঢাকায় নেয়ার সময় এমএ আজিজ স্টেডিয়াম এলাকায় হাজির হন মেয়র। তিনি অন্য নেতাদের সাথে নিয়ে মহিউদ্দিন চৌধুরীকে হেলিকপ্টারে তুলে দেন। এসময় মেয়র মহিউদ্দিন চৌধুরীর দ্রæত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার বিকেলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক সমাবেশ করেন মহানগর আওয়ামী লীগের এ দুই শীর্ষ নেতা। তবে মহিউদ্দিন চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে আ জ ম নাছির উদ্দীনের পাশে ছুটে যাওয়াকে ইতিবাচক এবং নেতার প্রতি তার গভীর শ্রদ্ধাবোধের প্রমাণ বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। মহিউদ্দিন চৌধুরীকে হেলিকপ্টারে তোলার সময় মেয়র ছাড়াও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় কর্মীদের অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।