Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোশাররফের নেতৃত্বে পাকিস্তানে মহাজোট

নাম দেয়া হয়েছে পাকিস্তান আওয়ামী ইত্তেহাদ পিএআই

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছোট ও মাঝারি পর্যায়ের ২৩টি দল নিয়ে মহাজোট গঠনের ঘোষণা দিয়ে শিগগিরই দেশে ফেরার প্রতিশ্রæতি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। মহাজোটের নাম দেওয়া হয়েছে পাকিস্তান আওয়ামি ইত্তেহাদ (পিএআই)। এর নেতৃত্ব দেবেন মোশাররফ এবং জোটের মহাসচিব করা হয়েছে ইকবাল দারকে। দুবাই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মহাজোটের ঘোষণা দেয়ার সময় স্বেচ্ছায় নির্বাসিত মোশাররফ বলেন, মুহাজির (অভিবাসী) স¤প্রদায়ের প্রতিনিধিত্বসহ সব দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ও পাকিস্তান সারজামিন পার্টিকে নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার আহŸান জানিয়েছেন তিনি। জোটের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, সব দল একটি দল ও প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবে। এদিকে, পাকিস্তানের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে কয়েক দিন শোনা যাচ্ছে, এমকিউএম পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোশাররফ। ভিডিও কনফারেন্সে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সংখ্যালঘু, জাতিগত দলের প্রধান হওয়ার ভাবনা উদ্ভট বিষয়! এ সম্পর্কে তিনি আরো বলেন, যা ভাবা হয়, প্রকৃতপক্ষে এমকিউএম তার চেয়ে অর্ধেক। দলটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে চিন্তিত। দলটি যদি ঐক্যবদ্ধ থাকেও, তাহলেও ফারুক সাত্তার বা মুস্তাফা কামালকে সরিয়ে অন্য কাউকে আনায় আমার কোনো আগ্রহ নেই। মোশাররফ আশা প্রকাশ করেন, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদের নেতা চৌধুরী সুজাত ও চৌধুরী পারভেজ এলাহি তার জোটে যোগ দেবেন। তিনি আরো বলেন, ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানের তেহরিক-ই-পাকিস্তানের এমন একটি গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়া উচিত, যারা পাকিস্তানকে এগিয়ে নেবে। তবে তিনি অভিযোগ করেন, ইরমান খান শুধু নিজের দলের কথা ভাবেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞার তালিকা থেকে তার নাম বাদ দেয়া হলে গত বছর মার্চ মাসে দুবাই যান মোশাররফ। সেখানে স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে পাকিস্তানে মামলা চলছে। দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন তিনি। তবে শনিবার ভিডিও কনফারেন্সে বলেছেন, উপযুক্ত সময়ে পাকিস্তানে ফিরবেন। ডন, হিন্দু, এনডিটিভি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ