পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রংপুর সদরের পাগলাপীরে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ব্যাঁঙ্গো চিত্র এবং আল্লাহর ঘর পবিত্র মক্কা শরীফকে অবমাননা করায় শ্রী টিটু রায় নামে এক হিন্দু ধর্মাবলম্বী যুবকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পাগলাপীরের ধর্মপ্রাণ মুসল্লিসহ রংপুরের সর্বস্তরের মানুষ। গত মঙ্গলবার বাদ যোহর শত শত মুসল্লিসহ অঞ্চলের সর্বস্তরের মানুষ পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সমবেত হয়ে মসজিদ কমিটির সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ রফিকুল ইসলাম মাস্টারের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে ও ডালিয়া বুড়িমারীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে বন্দরের গোলচত্ত¡রে এক সমাবেশের আয়োজন করেন। কিন্তু যানজট দুর্ঘটনা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্খায় পুলিশ প্রশাসনের অনুরোধ ক্রমে সমাবেশটি পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক সহকারী অধ্যাপক এ এক এম হালিমুল হক, পাগলাপীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈমাম ও বড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ আব্দুল খালেদ, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম জিহাদী, রংপুর পবিস-২ এর সাবেক সভাপতি আবু হেনা মোঃ আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চি›তাবিদ হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট জনরা, সমাবেশটি পরিচালনা করেন কূর্শাবলরামপুর জুম্মা পাড়া জামে মসজিদের খতিব বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, রংপুর এর অর্থ বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী জিহাদী। উক্ত প্রতিবাদ সমাবেশে পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার সহ বিশিষ্ট জনরা এ অনাকাঙ্খিত ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে নেতৃবৃন্দরা এ ঘটনার মুল হোতা শ্রী টিটু রায়কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে তার ফাঁসি চেয়ে রংপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন মহলের প্রতি দাবি জানান। একই দাবিতে সোমবার রাত সোয়া ৯টায় পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাষ্টারের নেতৃত্বে শত শত ধর্মপ্রাণ মুসল্লি সহ সর্ব স্তরের মানুষ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে টিটু রায়ের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর আগে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত রবিবার খলেয়া ইউনিয়রে লালচাদপুর গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তেরের পুত্র গালামাল ব্যবসায়ী আলমগীর হোসেন টিটু রায়কে অভিযুক্ত করে গঙ্গাচড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায় অভিযুক্ত টিটু রায় খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মৃত খগেন রায়ের পুত্র। স্থানীয় বিভিন্ন মহল জানান শ্রী টিটু রায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ব্যঙ্গ করে এবং আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ অবমাননা করে বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে মুসলিম ধর্মানুভুতিতে আঘাত করে ফেসবুকে প্রচার করে। তার এই অপকর্মের বিরুদ্ধে পাগলাপীরের সর্বস্তরের মানুষ সকল ধর্মপ্রাণ মুসল্লিরা এ ঘটনার প্রতিবাদে অব্যাহত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।