Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোতে অপরাধ : প্লাস্টিক সার্জারি তার জীবন রক্ষা করতে পারেনি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পরিবর্তন ও আঙুলের ছাপ মুছে নিজের পরিচয় লুকানোর সময় মেক্সিকোর এক অপরাধ চক্রের দলনেতা নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, জেসাস মার্টিন নামের সে অপরাধী যখন শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের টেবিলে, তখন বন্দুকধারীরা হঠাৎ সেখানে প্রবেশ করে তাকে হত্যা করে। পুলিশ বলছে, প্রতিদ্ব›দ্বী দলগুলোর সাথে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে।
তারা বলছে, মার্টিন বেআইনিভাবে পাইপলাইন থেকে জ্বালানি তেল চুরি করে আসছিল। মাদক চোরাচালানের পর এ কাজটি মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম সংঘটিত অপরাধে পরিণত হয়েছে। অপরাধ চক্রের নেতা হিসেবে মৃত্যু বা গ্রেফতার এড়াতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নেয়ার ক্ষেত্রে জেসাস মার্টিনই প্রথম নন। এর আগে মাদক চোরাকারবারি দলগুলোর নেতা আমাদো কারিল্লো ১৯৯৭ সালে প্লাস্টিক সার্জারির সময় মারা যায়। কুখ্যাত জ্যাকম গুজম্যান, যিনি এল চ্যাপো নামে পরিচিত, প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারায় অনেক পরিবর্তন আনার পরও ২০১৪ সালে পালানোর সময় ধরা পড়ে। জেসাস মার্টিন পাইপলাইন ছিদ্র করে জ্বালানি তেল বের করে তা স্বল্পমূল্যে বিক্রি করে আসছিল।
জ্বালানি তেল নির্গমন করে তা ব্যস্ত রাস্তায় বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে বিক্রি করে দেয়, যার ফলে মেক্সিকোর তেল কোম্পানিগুলো লাখ লাখ ডলার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়ে আসছে। এসব দলের সর্দাররা বিশেষ ছুটির দিনগুলোতে স্থানীয় এলাকাবাসীদের মাঝে জ্বালানি তেল দান করে তাদের কাছ থেকে সমর্থন আদায়ের জন্য। হাজার হাজার পরিবার এখন এই বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে গেছে। নিরাপত্তা এবং উন্নতির জন্য স্থানীয়রা তাদের জন্য আশীর্বাদ করে এবং উপহার প্রদান করে।
এটা প্রধানত সংঘটিত হচ্ছে মধ্য পুবেলা প্রদেশের একটি এলাকায় যেখানকার পাইপলাইনগুলো দেশটির ৪০% জ্বালানি তেল সরবরাহ করে এবং মেক্সিকোর তেল কোম্পানি- পেমেক্স ও স্থানীয় সরকারের ওপর যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। মেক্সিকান কংগ্রেস গত এপ্রিল মাসে জ্বালানি চুরির অপরাধের ক্ষেত্রে ২৫ বছর পর্যন্ত জেল দেবার শাস্তির বিধান রেখে একটি বিল পাশ করে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপরাধ

১১ সেপ্টেম্বর, ২০২১
১৩ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ