Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:২৮ পিএম, ৬ নভেম্বর, ২০১৭

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট নিশ্চিত করেছেন যে গির্জায় বন্দকধারীর গুলিতে ২৬ জন নিহত হয়েছে। উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং শহরের ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই উইলসন কাউন্টি কমিশনার আলবার্ঠ গামেয জুনিয়র প্রথমে ২৭ জনের নিহত হওয়ার খবর সিবিএস নিউজকে জানিয়েছিলেন। তারপর ২০ জন নিহত হওয়ার খবর জানায় পুলিশ। তবে সর্বশেষ গভর্নর মি অ্যাবট সংবাদ সম্মেলনে ২৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, ওই অঙ্গরাজের‌্য ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ২৫ জন।
ঘটনার পরপরই হামলাকারীও নিহত হয়েছে, তবে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে নাকি সে আত্মঘাতী হয়েছে তা নিশ্চিত নয়। স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে সন্দেহভাজন হামলাকারী চার্চে ঢুকে গুলি ছুড়তে শুরু করে । সে বছর কুড়ি বয়সের একজন শ্বেতাঙ্গ তরুণএবং তার পরনে কালো রংএর পোশাক ছিল। এমই বর্ণনা দেন টেক্সাসের পাবলিক সেফটি ডিপার্টমেন্টএর মুখপাত্র।
হামলাকারী গুলিবর্ষণ শুরু করলে তার হাত থেকে একজন স্থানীয় ব্যক্তি রাইফেল কেড়ে নেয় এবং তার দিকে গুলি ছোড়ে। এরপর বন্দুকধারী একটি গাড়িতে চড়ে পালিয়ে যেতে উদ্যত হয়। পুলিশ তাকে গাড়ির ভেতর মৃত অবস্থায় পায়।
এফবিআইর কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। ক্যারি মাতুলা নামে একজন প্রত্যক্ষদর্শী এনবিসি নিউজকে বলেন, আমরা সেমি-অটোমেটিক বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছি। আমরা চার্চটি থেকে ৫০ গজ দূরে ছিলাম।
হামলার ঘটনার পরপরই এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, এফবিআই এবং আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তিনি জাপান থেকে পরিস্থিতির খবরাখবর রাখছেন। তিনি বলেছেন, টেক্সাসে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনার জন্য অস্ত্র নয়, ‘মানসিক স্বাস্থ্যই’ দায়ী। ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে মানসিক স্বাস্থ্য সমস্যা প্রকট। এটি অস্ত্রের সমস্যা নয়।’
টেক্সাস হামলাকারীর পরিচয়
টেক্সাস প্রশাসনের তরফে হামলাকারীর পরিচয় গোপন রাখা হলেও, ল এনফোর্সমেন্টের আধিকারিকের তরফে দাবি করা হয়েছে হামলকারীর নাম ডেভিন প্যাট্রিক কেলি। সাদা চামড়ার ২৬ বছরের এই তরুণ মার্কিন বিমান সেনার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালে তাঁকে স্ত্রী-সন্তানকে হেনস্থা করার অভিযোগে কোর্ট-মার্শাল করা হয়। দুবছর পর খালাস করা হয়।
প্রসঙ্গত, একবার স্ত্রীর ওপর অত্যাচার, পরবর্তী সময় নিজের সন্তানের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল হামলাকারীর বিরুদ্ধে। ২০১৪ সালে অশালীন আচরণের অভিযোগে হামলাকারীকে খালাস করা হয়। ডিসচার্জের ফলে হামলকারীর এক বছরের জেল হয় এবং যে পদমর্যাদায় তিনি বায়ুসেনায় কর্মরত ছিলেন, সেটা হ্রাস পায়। অ্যানে স্টেফানেক নামের এক মুখপাত্র জানিয়েছেন, নিউ মেক্সিকোয় হলোম্যান বায়ুসেনার লজিস্টিক রেডিনেস বিভাগে ২০১০ সাল থেকে ডিসচার্জ হওয়ার আগে অবধি কর্মরত ছিলেন কেলি।
সুদারল্যান্ড স্প্রিঙের ফার্স্ট ব্যাপটিস্ট গির্জায় গতকালের হামলার ঘটনাটি ঘটে। আক্রান্তদের মধ্যে ৫ থেকে ৭২ সব বয়সের মানুষই ছিলেন। জানা গিয়েছে, হামলার সময় এক স্থানীয় বাসিন্দা হামলাকারীকে নিরস্ত্র করতে নিজের বন্দুক থেকে গুলি করেন। নিজের অ্যাস্টল্ট রাইফলেটি ফেলে সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারী। গুয়াদালুপে কাউন্টির কাছে দুর্গটনায় পড়ে কেলির গাড়িটি। পরে গাড়ি থেকে হামলাকারীর দেহ উদ্ধার হয়। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ