Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ বয়কট করবে গয়েশ্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ তা বয়কট করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আদৌ যাব না, তা নয়। নির্বাচনে যাওয়ার জন্য যা যা অন্তরায় আছে, সেসব সমস্যার মূলোৎপাটিত করে অর্থাৎ নিরসন করেই আমরা নির্বাচনে যাব। গতকাল (রোববার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে, কিন্তু শেখ হাসিনার অধীনে নয়। আমরা পরিষ্কার বলতে চাই বিএনপি এখনও শেখ হাসিনার জন্য গলার কাঁটা। তিনি আরও বলেন, এটা বলার অপেক্ষা রাখে না ২০১৪ সালে যে যে কারণে আমরা নির্বাচন বর্জন করেছিলাম, একই কারণে আগামী নির্বাচনেও অংশ নিতে পারি না। সুতরাং ওই কারণগুলোকে আমরা মোকাবেলার মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশ নেব।
নির্বাচনকে সামনে রেখে সমঝোতা করার জন্য জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ বৈঠক করছে দাবি করে গয়েশ্বর বলেন, জামায়াতের নেতাদের সঙ্গে তারা (আওয়ামী লীগ) গোপনে বৈঠক করছে, কিন্তু বাগে আনতে পারছে না।
এই বিএনপি নেতা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের জাজমেন্টের অবজারভেশনে আরও দুই মেয়াদে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে- এ কথা লেখা আছে । সুতরাং তত্ত¡াবধায়ক সরকারের নাম নিয়ে আমাদের এতো কথাবার্তা বলার দরকার নাই। এ বিষয়ে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েই দিয়েছে; এখন শুধু কার্যকরের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। এজন্য যদি আইনি লড়াই করতে হয়, তা করতে হবে। আর যে দিন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখবেন সেদিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়ার হুমকি দেবে।
ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভায় আয়োজক সংগঠনের আহŸায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ