বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় অজ্ঞাতনামা (২৮) ও বিমানবন্দর কাউলাতে অজ্ঞাতনামা (৩৩) ২জনের মৃত্যু হয়েছে।
গতরাতে এই পৃথক ঘটনা দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উত্তরা হাউজ বিল্ডিংয়ের সামনে রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনানামা (২৮) ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এদিকে বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শাহেদ পারভেজ জানান, শনিবার রাত ১১টার দিকে বিমানবন্দর কাউলা ফুট ওভার ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থলেই নিহত হয় অজ্ঞাতনামা (৩৩) ওই ব্যক্তি।
তার পরনে ছিল ছাই রংয়ের হাফ হাতা গেঞ্জি ও হাফ প্যান্ট। লাশ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।