Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারভাইক্যাল ডিস্ক ডিজিজ

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আজিজুল হাকিম বয়স ২৮ পেশায় একজন কম্পিউটার ইন্জিনিয়ার (ওয়েব ডেভোলপার) হিসাবে একটি মাল্টিন্যাশনালে কোম্পানীতে কর্মরত উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। যার মূল কাজ কম্পিউটার কেন্দ্রিক অফিস বাসা সবসময় কম্পিউটার নিয়েই থাকেন এবং অফিস থেকে বাসায় যাতায়াত করে বাইকে (মোটার বাইকে) গত দুইদিন যাবৎ ঘাড় থেকে হাতের দিকে তীব্র ব্যাথা, ব্যাথা সহ্য না করতে পেরে চিকিৎসকের শরণাপন্ন হলেন। ডাক্তার সাহেব উনার ইতিহাস জেনে একটি এম আর আই করার জন্য বললেন, এম আর আই রিপোর্টে দেখা গেল উনার ঘাড়ের মেরুদন্ডের কশেরুকার মধ্যবর্তি যে ডিক্স থাকে তা সরে গেছে এবং সেই কারণে আক্রান্ত নার্ভরুটের উপর চেপে আছে যার ফলশ্রæতিতে ব্যাথা হাতের দিকে ছড়িয়ে আছে। হাকিম সাহেব ডাক্তার সাহেবের কাছে জানতে চাইলেন সমস্যাটা কি কারণে হতে পারে? তখন ডাক্তার সাহেব উনার কম্পিউটারে দীর্ঘক্ষন কাজ করার সময় উনার বসার পজিশনকে দায়ী করলেন, বললেন কম্পিউটারে কাজ করার সময় কম্পিউটারের মনিটর যেন চোখের সমান্তরালে থাকে, হাকিম সাহেব যোহতু তুলনামূলক একটু লম্বা তার বসার পজিশন ভাল ছিল না এবং মোটর বাইক চালনার সময় একটু ঝুকে বসতো এই দুইটি কারনকেই দুষলেন এবং পরবর্তীতে এগুলি না করার পরামর্শ দিলেন এবং ডিক্স প্রলাপস্ চিকিৎসার জন্য সম্পূর্ণ বিশ্রামে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেন।

ষ ডাঃ এম. ইয়াছিন আলী
চেয়ারম্যান ও চীফ কনসালটেন্ট
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসাপাতাল
বাড়ী নং-১২/১, রোড নং-৪/এ, ধানমন্ডি, ঢাকা।
০১৭৮৭-১০৬৭০২

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন