বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সাবেক এক সচিবের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। নিহত নারীর নাম মাহবুব সোফিয়া খান (৪৫)। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব মাহমুদ রেজা খানের স্ত্রী।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বলেন, রাজধানীর ইন্দিরা রোডের একটি ভবনের তিনতলায় মাহবুব সোফিয়ায় খান গুলিবিদ্ধ হন। বাসার লোকজন তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, তিনি মানসিক রোগী ছিলেন।
পুলিশ জানায়, স্কয়ার হাসপাতালের কাগজে উল্লেখ করা হয়েছে বিকেল সাড়ে পাঁচটার দিকে সোফিয়ার মৃত্যু হয়। পুলিশ সেখান থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ আরো জানায়, সাবেক সচিব মাহমুদ রেজা খান চলতি মাসেই অবসরকালীন প্রস্তুতি ছুটিতে গেছেন। এর মধ্যেই এ ঘটনা ঘটল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।