পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর রূপনগর এলাকা থেকে ৬মাস আগে নিখোঁজ হওয়া আবুল কালাম আজাদ (১৯) নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দুপুরের দিকে রূপনগরের দুয়ারীপাড়া এলাকার একটি বাসার মেঝে খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। ডিবির পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, আবুল কালাম নিখোঁজের পর গত ৫ জুলাই তার পরিবারের পক্ষ থেকে রূপনগর থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে মূল আসামি মো. শামীমকে (২০) এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার শামীমের ভাড়া বাসার মেঝে খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, আবুল কালাম এবং শামীম বন্ধু ছিলেন। গত পহেলা বৈশাখের পরের দিন ভোটানিক্যাল গার্ডেনে আবুল কালামকে খুন করেন শামীম ও তার সহযোগীরা। পরে মরদেহটি তার নিজ বাসার মেঝেতে পুঁতে ফেলেন। আর্থিক লেনদেন বা নারীঘটিত কোনো বিরোধের জেরে আবুল কালামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।