Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

‘বঙ্গ বাহাদুর’-এর কঙ্কাল যাবে জাতীয় জাদুঘরে

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাঁচ সদস্যের তদন্ত কমিটি
জামালপুর জেলা সংবাদদাতা : ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে আসা বুনোহাতি ‘বঙ্গ বাহাদুর’-এর কঙ্কাল বাংলাদেশ জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সকালে জাদুঘরের তিন সদস্যের প্রতিনিধি দল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে ‘বঙ্গ বাহাদুর’-এর মৃত্যুর সঠিক কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। পাহারায় রাখা হয়েছে ‘বঙ্গ বাহাদুর’কে মাটিচাপা দেওয়া স্থানটি।
জানা গেছে, শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহকারী কিপার ও প্রাণি বিশেষজ্ঞ শওকত ইমাম খান, সহকারী কিপার গোলাম কাওসার এবং মালি শরাফত আলী ‘বঙ্গ বাহাদুর’কে মাটিচাপা দেওয়া স্থানটি পরিদর্শনে আসেন। এ সময় তারা সাংবাদিকদের জানান, জাদুঘরের কাজ ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা। তাই মৃত হাতির কঙ্কালটি সংগ্রহ করা হবে। তারপর গবেষণা ও পরিদর্শনের জন্য জাদুঘরে প্রদর্শন করা হবে। এ জন্য সরকারের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘বঙ্গ বাহাদুর’-এর কঙ্কাল যাবে জাতীয় জাদুঘরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ