Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ব্যাহত করছে রাশিয়া : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে রাশিয়া ব্যাহত করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চীনের এই ব্যাপারে সহায়তা করার করার মনোভাব থাকলেও রাশিয়ার আচরণ তেমন নয়। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকলে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা বন্ধ আরও সহজ হতো বলে মনে করেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, চীন আমাদের সাহায্য করছে। কিন্তু রাশিয়া আমাদের পথ রুখে দাঁড়িয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার বিরোধিতা করে আসছে। উভয় দেশ বেশ কয়েকদিন ধরেই কথার যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই বিষয়ে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র চীনের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, তিনি গতকাল বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুতে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগ নিয়ে সা¤প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া সিরিয়া ইস্যুতে দুই দেশের অবস্থান বিপরীত। ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হলে উত্তর কোরিয়া ইস্যু মোকাবিলা করা আমাদের আরও সহজ হতো। রয়টার্স, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ