বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, শুনেছি আপনি রোহিঙ্গাদের কে দেখার জন্য সড়ক পথে কক্সবাজার যাবেন। যাই হোক বহু দিন পর হলেও আপনি রোহিঙ্গাদের দেখতে যাবেন সড়ক পথে ঢাকা থেকে কক্সবাজার আবার কক্সবাজার থেকে ঢাকায় আসবেন। দয়া করে রাস্তা দখল করে সভা সমাবেশ করে রাজনীতির নামে কোন প্রকার ষড়যন্ত্র করবেন না। যাবেন তো সড়ক পথে ফোর লাইনের রাস্তা দিয়ে, এ রাস্তাটাও আমাদের সরকার করেছে। এটা আমার আদেশ নয়, নির্দেশ ও নয়, তবে বিএনপি নেত্রীকে আমি অনুরোধ করছি। সেদিন লন্ডন থেকে বহুদিন পর দেশে এসে ঢাকা শাহজালাল বিমান বন্দরে সংবর্ধনার নামে আপনারা যে তাণ্ডব চালিয়েছেন। তাতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগ ও ভোগান্তির সীমা ছিল না, সারা দিন সারা রাত মানুষ কষ্ট করেছে।
তিনি গতকাল সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কবি জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এ্যান্ড এক্সসেস এনহান্সমেন্ট (সেকায়েপ) প্রজেক্টের উদ্যোগে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী উদ্দীপনা পুরস্কার বিতরণ ও শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এই সব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সেকায়েপের প্রকল্প পরিচালক ড.মোঃ মাহমুদ-উল-হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী বাবুল, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নাজমুল হক নাজিম, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাধারণ সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, স্বাধীনতা ব্যাংকাস পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, চেয়ারম্যান নুরুল হুদা, চরফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল করিম জুয়েল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।