Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ধর্ষণ, পুলিশ কর্মকর্তার কারাদন্ড

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চারজন নারীকে ধর্ষণসহ বেশ কয়েকজনকে যৌন নিপীড়নের দায়ে যুক্তরাষ্ট্রে পুলিশের সাবেক এক কর্মকর্তাকে ২৬৩ বছরের কারাদ- দিয়েছে আদালত। দ- পাওয়া পুলিশের সাবেক কর্মকর্তার নাম ড্যানিয়েল হলৎজক্ল (২৯)। দায়িত্বরত অবস্থায় ধর্ষণসহ অন্য অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার ওকলাহোমা নগর পুলিশের সাবেক ওই কর্মকর্তাকে কারাদ- দেয়া হয়। ড্যানিয়েলের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়নসহ ৩৬টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছরের ডিসেম্বরে ওকলাহোমা সিটি জুরি ডেনিয়েলকে দোষী সাব্যস্ত করেন। গতকাল দ- ঘোষণা করেন আদালত। ভুক্তভোগীরা গত বৃহস্পতিবার আদালতকে বলেন, পুলিশের সাবেক ওই কর্মকর্তা তাদের জীবন ধ্বংস করে দিয়েছেন। এরপর জেলা বিচারক টিমোথি আসামির বিরুদ্ধে দ- ঘোষণা করেন। ভুক্তভোগী এক নারী আদালতকে বলেন, তিনি যেকোনো মূল্যে তার জীবন ফেরত চান। আগের মতো জীবন। আরেক ভুক্তভোগী নারী বলেন, ড্যানিয়েল যা করেছেন, তা যে একজন পুলিশ কর্মকর্তা করতে পারেন, সেটা চিন্তার বাইরে। তিনি তার প্রাপ্য দ-ই পেয়েছেন। দ- ঘোষণার পর আসামির আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে তারা আপিল করার পরিকল্পনা করছেন। মামলার কার্যক্রম থেকে জানা যায়, আসামির বিরুদ্ধে ১৩ জন নারী সাক্ষ্য দিয়েছেন। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে একাধিক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছেন ড্যানিয়েল। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের জানুয়ারিতে তাকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ