Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ধর্ষণের দায়ে পিতার ১৫০৩ বছরের কারাদন্ড

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিজের মেয়েকে চার বছর ধরে ধর্ষণ করার অভিযোগে পিতাকে ১,৫০৩ বছরের কারাদ- দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরের একটি আদালত। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে গত শুক্রবার এই কারাভোগের দ-ে দ-িত করা হয়। ফ্রেসনো সুপিরিয়র আদালতের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি সময়ের কারাদ- দেয়ার ঘটনা। গণমাধ্যমে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। কারণ তার পরিচয়ের সূত্র ধরে নির্যাতিত তরুণীকে শনাক্ত করা হতে পারে। এমনকি তরুণীর নামও প্রকাশ করা হয়নি। শাস্তি ঘোষণার সময় বিচারক এডওয়ার্ড সারকিসিয়ান জুনিয়র বলেন, এই ব্যক্তি সমাজের জন্য গুরুতর হুমকি। ওই ব্যক্তি তার কৃতকর্মের জন্য কখনো অনুশোচনা প্রকাশ করেননি। উল্টো শাস্তির জন্য তার মেয়েকেই দায়ী করেছেন। ওই তরুণী তাদের পারিবারিক এক বন্ধুর মাধ্যমেই প্রথম যৌন হয়রানির শিকার হন। কিন্তু মেয়েকে রক্ষা করার পরিবর্তে তার পিতা তাকে সম্পত্তির অংশ হিসেবে গণ্য করেÑ বলেন আইনজীবী নিকোলে গালসতান। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত চার বছর ধরে ওই তরুণী সপ্তায় দুই থেকে তিনবার ধর্ষিত হয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বরে জুরিরা ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। ওই তরুণী বলেন, আমার বাবা যখন আমাকে নিপীড়ন করা শুরু করেন তখন আমার বয়স ছিল কম। আমার কোনো ক্ষমতা ছিল না, প্রতিবাদের শক্তি ছিল না। আমি প্রতিরোধে অক্ষম ছিলাম। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে ধর্ষণের দায়ে পিতার ১৫০৩ বছরের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ