Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদী ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নরসিংদী ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে জানান, মোটরসাইকেলযোগে বেড়াতে গিয়ে সড়ক দুঘটনায় প্রাণ হারিয়েছে বিল্লাল হোসেন (২৫) ও উর্মী (১৭) নামে যুবক ও তরুণী। গতকাল মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। নিহত যুবক বিল্লাল আড়াইহাজার উপজেলার নয়াপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র এবং তরুণী উর্মী একই উপজেলার নারান্দী গ্রামের বকুল মিয়ার কন্যা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর একটায় নিহত যুবক বিল্লাল হোসেন একটি এপাচি মোটরসাইকেলের পিছনে তরুণী উর্মীকে বসিয়ে আড়াইহাজার থেকে নরসিংদীর ড্রীম হলিডে পার্কের উদ্দেশ্যে যাত্রা করে। তারা পার্কের অদূরে পৌঁছার সাথে সাথে বিপরীত দিক থেকে দ্রæতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বিল্লাল ও উর্মী। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবক ও তরুণীর লাশ উদ্ধার করে। শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো ডুয়াইবাড়ী গ্রামের নজরুল ইসলামের পুত্র সিয়াম (১১) ও শাজাহানের পুত্র সিহাব (১১)। নিহতরা ডুয়াইবাড়ী মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র ছিল। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে শাহজাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসি’র মডেল টেষ্ট পরীক্ষা শেষে ব্যাটারি চালিত অটোরিক্সা দিয়ে বাড়ী ফেরার পথে শ্রীপুর রাজাবাড়ী সড়কের ডুয়াইবাড়ী পূর্ব পাড়া ঈদগাহ্ মাঠ সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই টমটম গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’ছাত্র নিহত হয়। এসময় তাদের অপর এক সহপাঠি মাজাহারুল ইসলাম আহত হয়। আহতকে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ