পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সউদী ওজারাতুল হজ বাংলাদেশী ওমরাহ যাত্রীদের মোফা ইস্যু শুরু করেছে। গতকাল সোমবার মক্কাস্থ ওজারাতুল হজ বাংলাদেশী ওমরাহ এজেন্সিগুলোকে পাসওয়ার্ড দেয়া শুরু করেছে। ওজারাতুল হজ বাংলাদেশী ওমরাহ এজেন্সি রাজশাহী ট্রাভেলস (৩২৭) ও এয়ার স্পীড প্রা: লিমিটেড (০০১) এর পাস ওয়ার্ড সরবরাহ করেছে। সউদী ওমরাহ কোম্পানী ইউনাইটেড সাউদিয়া ও বীনা ওমরাহ সার্ভিসেস উল্লেখিত ওমরাহ এজেন্সি’র অনুকূলে গতকাল ১৬টি মোফা ইস্যু করেছে। আগামী বৃহস্পতিবার ঢাকাস্থ সউদী দূতাবাসে ওমরাহ ভিসার জন্য এসব মোফা জমা দেয়া হবে। মক্কা থেকে রাজশাহী ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতী মুস্তাফিজুর রহমান এতথ্য জানিয়েছেন। আগামী ১ নভেম্বর বাংলাদেশ থেকে প্রথম ওমরাহ যাত্রী দল সউদী আরবে যাওয়ার কথা রয়েছে। ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি দেরিতে হলেও ১শ’ ৭৯টি বৈধ ওমরাহ এজেন্সি’র প্রথম তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকাস্থ সউদী দূতাবাসে প্রেরণ করেছে। ওমরাহ পালনের জন্য যাত্রীরা অধির আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই ওমরাহ পালনের জন্য বিভিন্ন ওমরাহ এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে ওমরাহ প্যাকেজের খোঁজ খবর নিচ্ছেন। একাধিক ওমরাহ এজেন্সি’র মালিক এতথ্য জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।