Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকুড়িতে ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : হিলি সীমান্তের সাতকুড়ি এলাকা থেকে প্রায় ৬৬ হাজার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বিজিবি মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মনোয়ার হোসেন বলেন, শনিবার ভোর রাতে সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি প্লাস্টিকের বস্তা হতে ৩৬ হাজার ৪শ’ পিস নিষিদ্ধ সেনেগ্রা ট্যাবলেট ও ৩০ হাজার পিস নিওসিপ ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও ভারতীয় ক্রিম, লোশনসহ ১১ ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এসব মালামালের মূল্য ৪০ লাখ ৪০ হাজার ২৬ টাকা। ’মালামালগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্যাবলেট

২ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ