Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোসেনপুরে নিষিদ্ধ ট্যাবলেট খাইয়ে গরু মোটাতাজাকরণের অভিযোগ

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে গরু মোটাতাজাকরণ চলছে। এলাকার পশু ব্যবসায়ীরা বেশি অর্থের লোভে ভারতীয় নিষিদ্ধ পাম্প ট্যাবলেট খাওয়ায়ে দ্রুত গরু মোটাতাজাকরণ করছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, কোরবানির হাটে আসা গরু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও বেশি দামে বিক্রি করতে ব্যবসায়ীরা গরুকে ভারতীয় নিষিদ্ধ পাম্প ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। এসব ট্যাবলেট খেয়ে গরু কয়েক দিনের মধ্যে মোটা তাজা হয়। পরে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত গরুর মাংস খেয়ে মানুষও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। অন্য একটি সূত্র জানায়, ভারত থেকে পাম্প ট্যাবলেট আখওড়া উপজেলা, মকন্দপুর, মেরাসানি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রথমে কুলিয়াচর, তারপর হোসেনপুরে আসে বিভিন্ন যানবাহনে। এভাবেই গরু মোটাতাজাকরণ ট্যাবলেট চোরাই পথে ভারত থেকে বাংলাদেশের পূর্বাচঞ্চলে প্রবেশ করে। মাঝে মধ্যে বিজিবি, পুলিশ অভিযান চালিয়ে কিছু ট্যাবলেট আটক করলেও তা অতি সামন্য। এসব ট্যাবলেট হোসেনপুর পৌরসভা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, পাম্প ট্যাবলেট পশুকে খাওয়ালে গরুর শরীরে অতিরিক্ত মাংস বৃদ্ধি ও সঞ্চিত হয়। এসব মাংস রান্না করলে আগুনের তাপেও পাম্প ট্যাবলেটের দূষিত পদার্থ নষ্ট হয় না। পাম্প ট্যাবলেট খাওয়া গরুর মাংস খেলে মানুষের শরীরেও প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক পদার্থ ঢুকে যায়। ফলে গরুর মতোই মানুষের কিডনি, লিভার বিকল করে দেয়। ফলে মানব দেহ ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় অনেক গুন। এখন থেকে নিষিদ্ধ ট্যাবলেট বাংলাদেশে আসা বন্ধ না করলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোসেনপুরে নিষিদ্ধ ট্যাবলেট খাইয়ে গরু মোটাতাজাকরণের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ