পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিজার ডোমিংয়েজ প্রায় এক দশক আগে মিশর সফর করেন। সেখানকার স্থানীয় একটি মসজিদ পরিদর্শন করার মুহূর্তটি স্মরণ করে তিনি এখনো আবেগাপ্লুত হয়ে পড়েন। মসজিদটিতে মুসলিমদের হাঁটু গেড়ে প্রার্থনা করার মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি এতে এমন এক শান্তি খুঁজে পান; যা আগে কখনো তার মাঝে অনুভূত হয়নি। ডোমিংয়েজ বলেন, ‘এক বছর পরে আমি এর মানে খুঁজে পাই এবং তারপর আমি ইসলাম গ্রহণ করি।’ ইসলামে ধর্মান্তরের দুই বছর পর ডোমিংয়েজ বলেছিলেন যে, ‘কেন ইসলাম গ্রহণ করেছি- পরিবারের কাছে এর সুস্পষ্ট জবাব দিতে আমাকে অনেক লড়াই করতে হয়েছে’। অবশেষে তিনি এমন এক স্থানের সন্ধান পান যেখানে তাকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। তিনি বলেন, আপনি যে ব্যক্তিকে পছন্দ করেন তা বর্ণনা করতে পারেন, কিন্তু কেন আপনি তাদের ভালোবাসেন তা বর্ণনা করা কঠিন। লস এঞ্জেলসে বসবাসরত এই মেক্সিকান-আমেরিকানের বয়স এখন ৫৪ বছর। তিনি অলাভজনক সংগঠন ‘লা অ্যাসোসিয়েশন লাটিনো মুসলমান ইন আমেরিকা’ এর ইমাম। লস এঞ্জেলেস শহরে অবস্থিত ‘ওমর ইবনে আল-খাত্তাব’ মসজিদে তিনি স্প্যানিশ ভাষায় সাপ্তাহিক কোরআন ও ইসলামিক স্টাডিজ বিষয়ে শিক্ষা দেন। ইউনিভার্সিটি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কাছেই অবস্থিত মসজিদটি আমেরিকার অল্প কয়েকটি ল্যাটিনো মসজিদগুলোর একটি। পিউ রিসার্চ সেন্টারের মতে, আমেরিকার ৫৭ মিলিয়ন জনগণের মধ্য ল্যাটিনরা দেশটির সর্ববৃহৎ সংখ্যালঘু। তাই সম্ভবত এটি আশ্চর্যজনক নয় যে, আমেরিকার ৩.৩ মিলিয়ন মুসলমানদের মধ্য ল্যাটিনো মুসলমানরাও দেশটির দ্রুততম ক্রমবর্ধমান সেগমেন্ট। স্প্যানিশ সেন্ট্রো ইসলামিকো মসজিদের প্রতিষ্ঠাতা ফ্লেচার বলেন, ‘ল্যাটিন আমেরিকান দেশগুলোতে জন্ম নেয়া অনেক ল্যাটিনো মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন হয়েছেন এবং এখানে যারা বেড়ে উঠেছেন, তারা তাদের পাপ স্বীকার করার ধারণা পছন্দ করে না, যেটি ক্যাথলিক ধর্মের একটি অংশ।’ ফ্লেচার কলম্বিয়াতে জন্মগ্রহণ করেন। শিশু বয়সে তিনি তার বাবা-মায়ের সঙ্গে টেক্সাসে স্থানান্তরিত হন এবং ২০০১ সালে ইসলামে ধর্মান্তরিত হন। তার ধর্মান্তরের কয়েক মাস পর ফ্লেচার তার বাবাকে স্থানীয় একটি মসজিদে নিয়ে যান। এর কয়েক মাস পর তার বাবাও ইসলামে ধর্মান্তরিত হন। ক্যালিফোর্নিয়ার সান্তা আনা (আইসিএসএ) ইসলামি কেন্দ্রের একজন স্বেচ্ছাসেবক লুসি সিলভা। তিনি মেক্সিকোর চিহুহুয়াতে জন্মগ্রহণ করেন। তিনিও ছোটকালেই বাবা-মায়ের সঙ্গে ‘সান্তা আনা’তে অভিবাসী হন। ১৯ বছর আগে লেবানন বংশোদ্ভূত এক যুবককে বিয়ের পর ইসলামে ধর্মান্তরিত হন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।