পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স¤প্রচার বন্ধে আপিল শুনানি রোববার
বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল (স্টার প্লাস, জলসা ও জি বাংলার) স¤প্রচার বন্ধে করা রিট খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী রোববার। দায়িত্বপ্র্াপ্ত প্রধান বিচারাপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে ওইদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তালিকা দেয়া রয়েছে।
ভারতীয় এ তিনটি টিভি চ্যানেল বাংলাদেশে স¤প্রচার বন্ধে আপিল আবেদনের উপর এর আগে নো অর্ডার দেন চেম্বার জজ আদালত। ওইদিন আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া বলেন, আদালত রায়ে আমাদেরকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন। আমরা রায়ের কপি হাতে পাওয়ার পর সেই আবেদন করব। গত সোমবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল।
এর আগে গত ২৯ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ ভারতীয় চ্যানেল বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের জারি করা রুল খারিজ করে রায় দেন। ২০১৪ সালের জুলাই মাসে রোজার ঈদকে সামনে রেখে স্টার জলসার বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে অনেকে আত্মহত্যা করে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেসব সংবাদ যুক্ত করে ওই বছরের আগস্ট মাসে রিট করেন সৈয়দা শাহীন আরা লাইলী।
প্রথমে রিট শুনানিতে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করে দেন। এরপর আবার নতুন করে রিট আবেদন করা হলে প্রাথমিক শুনানি শেষে ২০১৪ সালের রুল জারি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।