পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রদেশ পুলিশ প্রধানসহ নিহত ৫০
দক্ষিণ আফগানিস্তানে তালেবান হামালায় একটি প্রদেশের পুলিশ প্রধানসহ কমপক্ষে ৫০ জন নিহত ও ২০০ জনেরও বেশি আহত হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকালে পাকতিকা প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রসহ দুটি প্রদেশে তালেবানদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
আফগানিস্তানের প্রথম নিউজ চ্যানেল টোলো নিউজ জানায়, কর্মকর্তারা পাতিকা প্রদেশের পুলিশ প্রধান তোরয়ালি আবদয়ানি নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। পাতিকা প্রদেশের গারদেসে অবস্থিত পুলিশ সদর দপ্তরের কাছের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ছিল এ হামলার লক্ষ্য।
সহকারী জনস্বাস্থ্য পরিচালক হেদায়েতুল্লাহ হামিদি জানান, হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক লোকজনও হতাহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ক্রাইসিস রেসপন্স ইউনিট আক্রান্ত এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। সূত্র : প্রেসটিভি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।