Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে ইসলামের ছায়াতলে ল্যাটিনরা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ল্যাটিনরা ব্যাপক সংখ্যায় ইসলামে ধর্মান্তরিত হচ্ছেন, বিশেষ করে ল্যাটিন নারীরা। বলা চলে তারা হচ্ছে সবচেয়ে দ্রæত ক্রমবর্ধমান জাতিগত গোষ্ঠী। কিন্তু দেশটিতে বসবাসরত ল্যাটিন-আমেরিকান নারীদের জন্য ক্যাথলিক ধর্ম থেকে ইসলামে ধর্মান্তর খুব সহজ নয়। কেউ কেউ বলছেন, এসব নারী আরব হবার জন্য তাদের ঐতিহ্যকে ত্যাগ করছে। তবে যারা ইসলামে ধর্মান্তর হচ্ছেন তাদের অনেকের জন্য এটি অত্যন্ত কঠিন রাজনৈতিক সময়। লুসি সিলভা একজন মুসলিম। তিনি ১৮ বছর আগে ক্যাথলিক থেকে ইসলামে ধর্মান্তরিত হন। তিনি বলেন, কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই ধর্মান্তরিত হন এবং হিজাব পরা শুরু করেন। কিন্তু আমি ইসলামে ধর্মান্তরিত হওয়ার পদক্ষেপ নেয়ার আগে অনেক সময় নিয়ে বিস্তর গবেষণা করার পরই এটি গ্রহণ করি। তিনি ছিলেন একবার মেক্সিকান ও ক্যাথলিক এবং বর্তমানে একজন মেক্সিকান ও মুসলিম। লুসি বলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে অনুমান করে নেয় যে, আমি আরব কিংবা সেখান থেকে এসেছি। সুতরাং তারা যখন আমাকে স্প্যানিশ ভাষায় কথা বলতে শুনে বিশেষকরে যখন আমি কোন মুদি দোকানে কেনাকাটা করতে অথবা আমি আমার মা বা ছেলের সঙ্গে কথা বলছি তখন তারা বেশ আশ্চর্য হয়ে যায়। তারা বলে, আপনি কোথা থেকে স্প্যানিশ ভাষায় কথা বলতে শিখলেন? তখন আমি বলি, ওয়েল, আমি একজন মেক্সিকান। মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক কতজন ল্যাটিনো এবং ল্যাটিনা মুসলমান রয়েছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। কারণ তাদের নিয়ে কখনো কোনো সরকারি গবেষণা করা হয়নি। কিন্তু কিছু বিশেষজ্ঞ মনে করছেন তাদের এই সংখ্যা দেড় লাখ থেকে ২ লাখ পর্যন্ত হতে পারে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক রিপোর্টে বলা হয়েছে, তাদের ৯০ শতাংশই ধর্মান্তরিত মুসলিম এবং এদের অধিকাংশই নারী। সত্য বলতে, লাটিনো এবং লাটিনা মুসলমানরা হচ্ছেন ইসলামের সবচেয়ে দ্রæত বর্ধমান জাতিগত গ্রæপ। অরেঞ্জ কাউন্টির ইসলামিক ইন্সটিটিউটের ইমাম মোস্তফা উমর বলেন, তাদের অনেকের মূল্যবোধের ধারা ইতোমধ্যে রক্ষণশীল মূল্যবোধে পরিণত হচ্ছে। যীশুর প্রতি তাদের উচ্চ সম্মান রয়েছে; যাকে আমরা ইসলামে নবী বলে থাকি। যীশুর মা মরিয়মের জন্যও তাদের উচ্চ সম্মান রয়েছে। তাই সেখানে ধর্ম, ঈশ্বরের ধারণা এবং ঈশ্বরের জন্য ভালবাসা- এই ধরনের সংযোগ রয়েছে। উয়ান্ডা নামে আরেক ধর্মান্তরিত তরুণী বলেন, আপনি যদি একটি ঐতিহ্যগত হিস্পানিক পরিবারে বড় হয়ে থাকেন, সেক্ষেত্রে এটি ইসলামের অনুরূপ। তিনি পুয়ের্তো রিকো থেকে এসেছেন এবং একজন কিশোরী হিসাবে ৯/১১ এর মাত্র কয়েক সপ্তাহ আগে ইসলামে ধর্মান্তরিত হন। ওয়ান্ডা বলেন, আমার ইসলামে ধর্মান্তরিত হওয়া কারণ বুঝতে আমার মায়ের প্রায় পাঁচ বছর লাগে। এটি বুঝতে পারা তার জন্য বেশ কঠিন ছিল। ইসলাম গ্রহণের পর তিনি আমাকে ঘর থেকে ছুড়ে ফেলে দেন। আমি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হই। সূত্র : ওয়েবসাইট।



 

Show all comments
  • মালেক ১৮ অক্টোবর, ২০১৭, ৩:৩০ এএম says : 0
    ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম
    Total Reply(0) Reply
  • ১৮ অক্টোবর, ২০১৭, ১১:১৩ এএম says : 0
    Islam pripurna zibon bidhan
    Total Reply(0) Reply
  • Ahmed ১৮ অক্টোবর, ২০১৭, ১২:৫৯ পিএম says : 0
    Alhamdulliah, Masa Allah. Jazakalla khayer
    Total Reply(0) Reply
  • Ahmed ১৮ অক্টোবর, ২০১৭, ২:০৫ পিএম says : 0
    Alhamdulillah, Erai sodik pother sondan loob korese
    Total Reply(0) Reply
  • SAIFUL ISLAM CHOWDHURY ২২ অক্টোবর, ২০১৭, ১১:২০ পিএম says : 0
    ISLAM IS A COMPLETE CODE OF LIFE. SO ALL HAPPINESS & PEACE IS AVAIL ABLE WHO MAINTAINS THIS RELIGION ISLAM. ONLY ISLAM CAN SOLVE ALL ETERNAL PROBLEM AND CAN SAVE YOU FOREVER.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ল্যাটিনরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ