Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী




আমার যৎসামান্য গয়না বা কিছু সঞ্চয় আছে, যার যাকাত পরিপূর্ণ হিসাব করে বের করি। আর সেই অর্থ আমি আমার পার্সোনাল বিকাশ একাউন্টে জমা করি, যেখান থেকে আমি কোথাও কোথাও পাঠাবো বলে। কিন্তু দূর্ভাগ্যবশত ঘন্টা খানেকের মধ্যেই সে টাকা প্রতারক চক্রের খপ্পরে পড়ে সমস্তটায় হারিয়ে ফেলি, অনেক চেষ্টা করেও তা উদ্ধার করতে ব্যর্থ হই। এমতাবস্থায় আমি কি করবো? আমার এতটুকু সামর্থ্য নেই যে আবারও সেই টাকা পূরন করবো।

উত্তর : আপনার ওপর এই যাকাত রয়ে গেছে। সারা বছরে ধীরে ধীরে হলেও দান করে দিবেন। কেননা, যাকাত হকদারের হাতে না পৌঁছা পর্যন্ত এর দায় থেকেই যায়। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী...







আমি নামাজে দাঁড়ালে আমার ১৫ মাসের কন্যা সন্তান আমার সামনে এসে সেজদা দেয় এবং মাঝে মাঝে সেজদারত অবস্থায় থেকে যায়। এমতাবস্থায় আমার সেজদার সময় হয়ে গেলে আমি তাকে হাত দিয়ে সরিয়ে সেজদা দেই। এমনও হয় সে আমার বুকের নিচে থাকে আমি সেজদা দিয়ে উঠে যাই। তার আচরনের প্রতি তেমন মনোযোগ দেই না। প্রশ্ন হল, এতে কি আমার নামাজ হয়? আমার মেয়ে কি গুনাহগার হবে?

উত্তর : এভাবে নামাজ পড়লে নামাজের কোনো ত্রুটি হয় না। এভাবে শিশুদের আনাগোনা, অবস্থান করা অবস্থায় আল্লাহর নবীও (সা.) নামাজ পড়েছেন। শিশুদের তো গোনাহ হওয়ার কোনো সুযোগই নাই। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া,...




আর্কাইভ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ