নতুন ধারাবাহিক নাটক জলরং
বিনোদন ডেস্ক: এনটিভিতে আজ রাত ৯.৪৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘জলরং’। নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হবে। আমজাদ হোসেনের মূল কাহিনী অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল আরমান। নাটকটিতে অভিনয় করেছেন- আমজাদ হোসেন, লায়লা হাসান, আনিসুল রহমান মিলন, সাদিয়া জাহান প্রভা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, শশী, শ্যামল মাওলা, সুমাইয়া শিমু, সিয়াম, সাফা কবির, নাইম, নিকুল কুমার মন্ডল, দীপান্বিতা, কে এস ফিরোজ, শেলী আহসান, কহিনুর প্রমূখ। ‘মোমেন আলী পৈতৃক সূত্রে একটি দোতলা বাড়ীর মালিক। স্ত্রী, তিন ছেলেমেয়ের...