Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন ধারাবাহিক প্রেসিডেন্ট সেরাজুদ্দৌলা

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তারিক আহমেদ পুরান ঢাকার বাসিন্দা। নিজেকে নবাব সিরাজ-উদ-দৌলার বংশধর দাবি করে নামের পাশে ‘দৌলা’ টাইটেল লাগিয়েছেন। তার স্ত্রী তাঞ্জানিয়া, বরিশালের মেয়ে। স্ত্রীর কথায় বরিশালের টান আছে। এটা নিয়ে স্বামী তারিক-উদ-দৌলার ক্ষোভ। প্রতি রাতে ঝগড়া লাগে। শেষ নবাবের বংশধরের বিবিকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। বরিশালের টানে কথা বলা চলবে না। তাই বিবিকে শুদ্ধ ভাষা শেখানো হয়। এমনই এক কাহিনী নিয়ে আরটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটক প্রেসিডেন্ট সেরাজুদ্দৌলা। হুমায়ূন সাধু’র রচনা ও রায়হান খানের পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, আখম হাসান, আরফান, মুনিরা মিঠু, রুনা খান, নোভা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ