Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মর্গানের শতকে ইংল্যান্ডের জয়

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১১:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করল ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জেসন হোল্ডারের অনভিজ্ঞ দলকে ৪৫ রানে হারায় ইয়ন মর্গ্যানের দল।
ম্যাচের আগে অ্যান্টিগুয়ার এই পিচে আক্রমণাত্মক ভাব না প্রকাশের মন্তব্য করেছিলেন মর্গ্যান। ব্যাট নেমে সেটা নিজেই করে দেখান ইংলিশ অধিনায়ক। মন্থর ও বাউন্স পিচে প্রথমে ধীর, পরে স্বভাবসুলভ ব্যাটিং করে তুলে নেন অসাধারণ সেঞ্চুরি। ইংল্যান্ড পেয়ে যায় ৬ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ। অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের কাছে যে এই রানই পাহাড়সম হবে তা বোঝা গিয়েছিল তখনই। ক্যারবিয় ব্যাটসম্যানদের জন্য কাজটি আরো কঠিন করে দেন ক্রিস ওকস ও লিয়াম প্ল্যাঙ্কেট, দু’জনেই তুলে নেন চারটি করে উইকেট। ১৬ বল আগে স্বাগতিকরাও গুটিয়ে যায় ২৫১ রানে। ৩৮ ওভার পর্যন্ত অবশ্য ভালোভাবেই ম্যাচে ছিল স্বাগতিকরা। এসময় তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯০ রান। এরপর জোনাথন কার্টার (৪৭ বলে ৫২) ফিরতেই পাল্টাতে থাকে ম্যাচর চিত্র। বড় দুর্ভাগ্য হয়ে আসে জেসন মোহাম্মাদের (৭২) রান আউট হওয়াটাও। ক্যারিয়ারের দশম ওয়ানডের দিনে ১১৬ বলে ১১টি চার ও ২ ছয়ে ১০৭ রান করেন মর্গ্যান। স্যাম বিলিংস ৫২ ও ৬১ বলে ৩ ছক্কায় ৫৫ রান করেন বেন স্টোকস। ১২৯ রানে ৪ উইকেট হারানোর পর স্টোকসকে নিয়ে ১১০ রানের জুটি গড়েন মর্গ্যান। ২২ বলে অপরাজিত ৩১ রান করেন মঈন আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ