Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে বিসিএল শেষ রাউন্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১১:২৫ পিএম

ড্র করলেই শিরোপা উত্তরের
স্পোর্টস রিপোর্টার : আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা নির্ধারণী ষষ্ঠ ও শেষ রাউন্ড। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে ওয়ালটন মধ্যাঞ্চলের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। জয় পেলে তো কথাই নেই, এই ম্যাচে কোনোমতে ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত হবে উত্তরের। তবে শিরোপা জয়ের সুযোগ রয়েছে দক্ষিণাঞ্চলেরও। সে ক্ষেত্রে শেষ রাউন্ডে পূর্বাঞ্চলের কাছে হারতে হবে উত্তরাঞ্চলকে। অন্য দিকে ওয়ালটনের বিপক্ষে বড় জয় পেতে হবে প্রাইম ব্যাংকের দলটিকে। পাঁচ ম্যাচের দু’টিতে জিতে ও তিনটিতে ড্র করে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নর্থ জোন। সমান সংখ্যক ম্যাচের একটিতে জিতে ও চারটিতে ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ। পাঁচ ম্যাচের একটিতে জিতে, দু’টিতে ড্র করে ও দু’টিতে হেরে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইস্ট জোন। আর একটিতে জিতে, তিনটিতে হেরে ও একটিতে ড্র করে ৯ পয়েন্ট নিয়ে সেন্ট্রাল জোনের অবস্থান চতুর্থ।

৫ম রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
দল    ম্যাচ    জয়    হার    ড্র    পয়েন্ট
উত্তরাঞ্চল    ৫    ২    ০    ৩    ১৯
দক্ষিণাঞ্চল    ৫    ১    ০    ৪    ১৩
পূর্বাঞ্চল    ৫    ১    ২    ২    ১২
মধ্যাঞ্চল    ৫    ১    ৩    ১    ৯






 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ