বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল
আগামীকাল বলিউডের ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার থ্রি’, ‘নওয়াবজাদে’, মৃদঙ্গ’ এবং ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’ চলচ্চিত্র চারটি মুক্তি পাবে। জেএআর পিকচার্সের ব্যানারের সাসপেন্স থ্রিলার ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার থ্রি’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন রাহুল মিত্র এবং তিগমাংশু ঢুলিয়া। তিগমাংশু ঢুলিয়ার পরিচালনায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জিমি শেরগিল, মাহি গিল, চিত্রাঙ্গদা সিং, সোহা আলি খান, কবির বেদি, নাফিসা আলি, দীপক তিজোরি এবং দীপরাজ রানা। রানা মজুমদার, অঞ্জন ভট্টাচার্য এবং সিদ্ধার্থ পÐিত সঙ্গীত পরিচালনা করেছেন। ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’ মুক্তি পাচ্ছে শেইপ এন্টারটেইনমেন্ট...