Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যান্সারে আক্রান্ত সুজেয় শ্যাম প্রধানমন্ত্রীর সহযোগিতা চান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা সুজেয় শ্যাম প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। গত সপ্তাহে ভারতের একটি হাসপাতালে পরীক্ষার পর তার এই রোগ ধরা পড়ে। আগস্টের প্রথম সপ্তাহে আবারো তিনি ভারত যাবেন বায়োপসি করতে। এরপরই জানা যাবে, ক্যান্সার কোন ধাপে আছে। তবে দূরারোগ্য এই ক্যান্সার থেকে নিরাময় লাভের জন্য এখনই বেশ আর্থিক সংকটে পড়েছেন তিনি। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি, তার কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সুজেয় শ্যাম বলেন, ‘দিনগুলো ভালোভাবেই কাটছিলো। ভেবেছিলাম এভাবে সুস্থ থাকতে থাকতেই হয়তো এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। কিন্তু কখনো যে ক্যান্সারে আক্রান্ত হবো তা ভাবিনি। আর্থিকভাবে খুব স্বচ্ছল নই আমি। যে কারণে এই রোগের ব্যয়বহুল চিকিৎসা আমার জন্য অনেক কষ্টের। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার এই চিকিৎসার জন্য পাশে দাঁড়ান, তাহলে হয়তো তার সহায়তায় বিধাতার অপার কৃপায় এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবো। তাই মাননীয় প্রধামন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।’ ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’র শেষ গান এবং স্বাধীনতার প্রথম গানের সুর¯্রষ্টা সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানের সুর সঙ্গীত করেছিলেন সুজেয় শ্যাম। এই গানের প্রধান কন্ঠশিল্পী ছিলেন অজিত রায়। আরো গেয়েছিলেন কল্যাণী ঘোষ, উমা চৌধুরী, রথীন্দ্রনাথ রায়, তিমির নন্দী, কাদেরী কিবরিয়া, প্রবাল চৌধুরী, বুলবুল মহলানবীশ, রফিকুল আলম, মৃনাল, অসিত, রূপা, মালা । এরপরও সুজেয় শ্যাম অনেক মুক্তিযুদ্ধের গান লিখেছেন। যেমন রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম , আয়রে মজুর কুলি, আহা ধন্য আমার জন্মভূমি, রক্ত চাই রক্ত চাই, মুক্তির একই পথ সংগ্রাম ইত্যাদি। ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’র শিল্পী হিসেবে গত বছর মুক্তিযোদ্ধার সনদ পান সুজেয় শ্যাম। মুক্তা দেব’র প্রযোজনায় আল মামুনের লেখায় সুজেয় শ্যাম’র সর্বশেষ গানের এ্যালবাম ‘এক জনমের ভালোবাসা’। ইউনিলিভারের প্রযোজনায় ২০০৯ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫০টি গান এই প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গাইয়েছেন সুজেয় শ্যাম তারই সঙ্গীতায়োজনে, সহযোগিতা করেছেন পার্থ বড়–য়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ