পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গবেষণা, উদ্ভাবন ও সমাজে প্রভাব বিবেচনায় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে স্পেনের সিমাগো রিসার্চ গ্রæপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস। চলতি বছর প্রকাশিত তালিকায় স্থান পেয়েছে বিজ্ঞান গবেষণায় নেতৃস্থানীয় বাংলাদেশের আটটি প্রতিষ্ঠান।
যদিও গত বছরের তালিকায় বাংলাদেশের প্রতিষ্ঠান ছিল ১১টি। সে হিসাবে এ বছর বিজ্ঞান গবেষণার গুরুত্বপূর্ণ এ র্যাংকিং থেকে বাংলাদেশী তিনটি প্রতিষ্ঠান বাদ পড়েছে। এগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্পেনের বেশ কয়েকটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হয় সিমাগো রিসার্চ গ্রæপ। আর একাডেমিক জার্নালের ডাটাবেজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্কপাস। এ দুই প্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত বছর পঞ্চম অবস্থানে ছিল বিএসএমএমইউ। এ বছর তালিকা থেকে বাদ পড়েছে দেশের চিকিৎসা বিজ্ঞানের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। গত বছর প্রথম বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি সিমাগো-স্কপাস র্যাংকিংয়ে স্থান পায়। বিশ্ব র্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৬৬৮তম। দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নবম স্থানে। কিন্তু এ বছর তালিকায় নেই এই প্রতিষ্ঠানের নাম। সিমাগো-স্কপাস র্যাংকিং থেকে বাদ পড়া আরেকটি বাংলাদেশী প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে ‘ফেজারভেরিয়া আসমতি’ নামে নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করে দেশের প্রাণিবিদ্যাচর্চায় নতুন পথ দেখিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওই গবেষণার জন্য ২০১৩ সালে হেলসিঙ্কি কালচারাল ফাউন্ডেশন অ্যাওয়ার্ডও পান গবেষক মোহাম্মদ সাজিদ আলী হাওলাদার। এরপর থেকে আর কোনো সফলতা দেখাতে পারেনি এই বিশ্ববিদ্যালয়। র্যাংকিংয়ে জায়গা করে নেয়া বাংলাদেশের আটটি প্রতিষ্ঠানের মধ্যে বরাবরের মতোই এবারো শীর্ষে রয়েছে সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ, যা আইসিডিডিআরবি নামে পরিচিত। পরের স্থানগুলোয় রয়েছে যথাক্রমে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের কমপক্ষে ১০০টি গবেষণা বিভিন্ন জার্নালে প্রকাশ হয়েছে, সেসব প্রতিষ্ঠানকেই বিবেচনায় নেয়া হয়েছে। সিমাগো রিসার্স গ্রæপ ও স্কপাস জরিপের ক্ষেত্রে আটটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে আউটপুট বা প্রতিষ্ঠান থেকে কতটি প্রকাশনা প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক বিভিন্নপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা, প্রকাশনার গুণগত মান, স্পেশালাইজেশন ইনডেক্স, এক্সিলেন্স হার বা প্রকাশনাগুলো শীর্ষ ১০ শতাংশ জার্নালে কী হারে প্রকাশ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।