Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় দেখছে পাকিস্তান

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:১৩ এএম

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে যাচ্ছেতাইভাবে ধবল ধোলাইয়ের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুরু করে পাকিস্তান দল। সেদিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে শরফরাজ আহমেদের দল। গতকাল দুবাইয়ে শুরু হওয়া দুদলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ২৯২ রান তোলে পাকিস্তান। জবাবে রিপোর্টটি লেখা পর্যন্ত (৪০ ওভার) ৭ উইকেট হারানো শ্রীলঙ্কার সংগ্রহ ১৬৮। বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। একে একে আসা যাওয়ার মিছিলে কিছুটা লড়াই করে গেছেন কেবল লাহিরু থিরিমান্নে (৫৪)। টপ অর্ডারদের ব্যর্থতার পর লড়াই চালিয়ে যাচ্ছেন ধনঞ্জয়া (২৬) ও ভান্দেরসায়। তিনটি উইকেট নেন রুম্মান রইস, দুটি শিকার হাসান আলীর, বাকি দুটি ভাগ কওে নিয়েছেন হাফিজ ও সাদাব মিলে।
এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় মাত্র ১১ রানে ওপেনার শেহজাদকে হারিয়ে বিপদে পড়া স্বাগতিকদের টেনে তোলেন আরেক ওপেনার ফখর জামান। তবে খুব বেশি স্থায় হয়নি তার লড়াই, থেমেছেন ৪৩ রানে। পরে বাবর আজমকে নিয়ে দলের বিপর্যয় সামাল দিচ্ছিলেন মোহাম্মদ হাফিজ। ৩২ রানে হাফিজ ফিরে গেলে মালিককে নিয়ে হাল ধরেন বাবর। তুলে নেন নিজের ৬ষ্ঠ ওডিআই শতক। ১২৮ বলে সেঞ্চুরি তুলে নিয়ে মাত্র ৫ চারের ইনিংসটি থামে ১০৩ রানে। বাবর ফিরে গেলেও ৮১ রানের দূর্দান্ত এক ইনিংস খেলে দলকে তিনশ’র কাছাকাছি নিয়ে যান মালিক। ৬১ বলের ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো। দু’টি উইকেট নেন লাকমাল, একটি করে শিকার গামাগে, ধনঞ্জয়া, ভান্দেরসায়ে ও পেরেরার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ