মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় আন্তঃকোরীয় শিল্পাঞ্চলে দেশটির মালিকানাধীন বিভিন্ন কোম্পানীর সম্পত্তির অধিকার লঙ্ঘন না করতে গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে। সেখানে বর্তমানে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একত্রিকণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কায়েসং শিল্পাঞ্চলে থাকা দক্ষিণ কোরিয়ার কোম্পানীগুলোর মালিকানার অধিকার লঙ্ঘন করা উচিত হবে না উত্তর কোরিয়ার। ওই কর্মকর্তা জানান, আন্তঃকোরীয় শিল্পাঞ্চলে বিভিন্ন ফ্যাক্টরি ও অবকাঠামোর মালিকানা দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানীর। দক্ষিণ কোরিয়া গতকাল মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ের সম্ভাব্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জোরালো গুজবের পর সিউল যেকোন পরিস্থিতি মোকাবেলায় তাদের সামরিক বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রেখেছে। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা সা¤প্রতিক মাসগুলোতে অনেক বেড়ে গেছে। জাতিসংঘ আরোপিত অবরোধ উপেক্ষা করে পিয়ংইয়ং একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ষষ্ঠবারের মতো শক্তিশালী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। উত্তর কোরিয়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রায় প্রতি বছর উস্কানিমূলক পরীক্ষা চালায়। দেশটি মঙ্গলবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র জানান, তারা উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এক্ষেত্রে যেকোন পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে পিয়ংইয়ংয়ের চতুর্থ পারমাণবিক পরীক্ষার পর দক্ষিণ কোরিয়ার সাবেক পার্ক গিউন-হাইয়ের সরকার এক তরফাভাবে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী নগরী কায়েসংয়ে অবস্থিত আন্তঃকোরীয় শিল্প পার্ক বন্ধ ঘোষণা করে। ২০০৪ সালে চালু করা এ শিল্প পার্কে দক্ষিণ কোরিয়ার ১শ ২০টির বেশী কোম্পানী রয়েছে। কার্যক্রম বন্ধের আগে উত্তর কোরিয়ার প্রায় ৫৪ হাজার কর্মী এসব কোম্পানীতে কাজে নিয়োজিত ছিল। সিনহুয়া, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।