নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ভাগ্যের ফের আর গোলমুখে দলের স্ট্রাইকারদের একের পর এক ব্যর্থতা দেখতে দেখতে অনেক আশাবাদী সমর্থকরাও হয়ত আর্জেন্টিনার বিশ্বকাপের আশা ছেড়েই দিয়েছেন। তবে আসল সত্যটা হলো ভাগ্য সহায় হলে এবার হেরেও বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে আর্জেন্টিনা!
এক্ষেত্রে অবশ্য অনেক ‘যদি’ ‘কিন্তু’র সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে লিওনেল মেসিদের। ভেনিজুয়েলা যদি আর্জেন্টিনা-ব্রাজিলের মত প্যারাগুয়েকেও রুখে দিতে পারে এবং পেরুর বিপক্ষে কলম্বিয়া জিতে যায় তাহলেই মিলে যাবে এই হিসাব। সেক্ষেত্রে অবশ্য সরাসরি নয়, পঞ্চম স্থানে থেকে প্লে-অফে খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা। এই মুহূর্তে এটাই বা তাদের জন্য কম কিসে।
পয়েন্ট তালিকার আট নম্বর দলের বিপক্ষে জয় নিয়ে খুব বেশি ভাবনার কথা ছিল না আর্জেন্টিনার। কিন্তু ইকুয়েডরের বৈরী আবহাওয়াই ভাবনার প্রধান কারণ। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭’শ ৮২ মিটার উপরে খেলতে হবে মেসি-ডি মারিয়াদের। যে কারণে গেল ১৬ বছর এখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি আর্জেন্টিনা। সাথে মেসি-আর্জেন্টিনা ভক্তদের মনে ভয় ধরানোর জন্যে সাম্প্রতিক দলের হতচ্ছড়া ফুটবল তো আছেই।
আর আর্জেন্টিনা যদি জিতে যায় তাহলে অন্য ম্যাচের ফলাফল যাই হোক অন্তঃত প্লে-অফ নিশ্চিত। সুযোগ থাকবে সরাসরি টিকিট প্রাপ্তিরও। সেক্ষেত্রে ব্রজিলের মাঠে চিলির হার অথবা পেরু-কলম্বিয়া ম্যাচ ড্র হলেই হিসাবটা মিলে যাবে। সমান ২৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চার নম্বর দল যথাক্রমে চিলি ও কলম্বিয়া, এক পয়েন্ট কম নিয়ে পাঁচ ও ছয়ের দল পেরু ও আর্জেন্টিনা। ২৪ পয়েন্ট নিয়ে সাতে থাকা প্যারাগুয়েও দেখছে মূল পর্বের স্বপ্ন।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে ১০ দলের এই বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে শীর্ষ চারটি দল। এর মধ্যে গত মার্চে রাশিয়ার টিকিট হাতে পেয়েছে ব্রাজিল। ২৮ পয়ন্ট নিয়ে দুইয়ে থাকা উরুগুয়েরও বিশ্বকাপ এক প্রকান নিশ্চিত। আগামীকাল শেষ ম্যাচে পয়েন্ট তালিকার তলানীর দল বলিভিয়ার কাছে না হারলেই চলবে সুয়ারেজ-কাভানিদের।
এমন জটিল সমীকরণের বোঝা মাথায় নিয়ে গতকাল ইকুয়েডরের রাজধানী কোয়েটায় পৌঁছেছে জর্জ সাম্পাওলির দল। যার অধীনে এখন পর্যন্ত একটি ম্যাচও জেতেনি আর্জেন্টিনা, ড্র তিনটিতে। এবারো যদি সাম্পাওলি ব্যর্থ হন তাহলে ১৯৭০ সালের পর আবারো আর্জেন্টিনাকে ছাড়া অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের আসর। অথচ আর্জেন্টিনার এই দলই তিন বছর আগে খেলেছিল ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।