Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মিয়ানমারের সদস্য ঘোষণার পরই ওয়ার্কিং কমিটির কাজ শুরু হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১:৩৫ পিএম | আপডেট : ২:০৩ পিএম, ৯ অক্টোবর, ২০১৭

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে দেওয়া যৌথ ওয়ার্কিং কমিটির প্রস্তাবনার অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দেশটির নেত্রী অং সান সু চি কমিটিতে তাদের সদস্যদের নাম দেওয়ার পরই বাংলাদেশও কমিটির কাজ শুরু করবে।

সোমবার সকালে হোটেল সোনারগাঁয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় জন্য রাম মাধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন বলেও জানান তিনি।

বিজিপি সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও যৌথ নদী খননসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে বলে বৈঠকে আলোচনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ