Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের সহায়তায় ৪৪৪ কোটি টাকার ত্রাণ সহায়তা দেবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তচ্যূত রোহিঙ্গাদের সহায়তায় ১৯ কোটি ৬০ লাখ তুর্কি লিরা (বাংলাদেশী ৪৪৪ কোটি টাকা প্রায়) সমমূল্যের বিভিন্ন সামগ্রী দেবে। গত শুক্রবার মন্ত্রণালয় সূত্র একথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা সূত্রে জানা গেছে, এই সহায়তা দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনার কর্তৃপক্ষের (এএফএডি) মাধ্যমে মন্ত্রণালয় সরবরাহ করবে। সহায়তা কুয়ার পানি জীবাণুমুক্তকরণেও ব্যবহৃত হবে। জাতিসঙ্ঘের মতে, গত ২৫ আগস্ট থেকে ৫ লাখ ৭ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম বলপূর্বক বাস্তুচ্যূতির শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী, বৌদ্ধ জঙ্গীরা সেখানে পুরুষ, মহিলা ও শিশুদের হত্যা এবং বাড়িঘর লুটপাট ও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়ায় অন্যরা জীবন নিয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মতে, মিয়ানমার নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ হাজারের মতো রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়েছে।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক রয়েছে সম্মুখ সারিতে এবং দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বিষয়টি জাতিসঙ্ঘে উত্থাপন করেন। জাতিসঙ্ঘ রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিগৃহীত জাতি হিসেবে উল্লেখ করেছে। ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতায় ডজন খানেক ব্যক্তি নিহত হবার পর থেকে তারা রয়েছে হামলার সর্বোচ্চ ভয়ে। গত বছর অক্টোবরে রাখাইনের মংডুতে সীমান্ত চৌকিতে হামলার পর ৫ মাসের কঠোর অভিযানে রোহিঙ্গা গ্রæপগুলোর তথ্যমতে ৪শ’ মানুষ প্রাণ হারায়। জাতিসঙ্ঘ মিয়ানমার সেনা সদস্যদের হাতে গণধর্ষণ, শিশুকিশোরদের গণহারে হত্যা, নির্মম নির্যাতন এবং গুমের তথ্য প্রকাশ করেছে। এক প্রতিবেদনে তদন্তকারীরা বলেছেন, এ ধরনের সহিংসতার কারণে মিয়ানমার মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। সূত্র : আনাদলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ