Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিগগিরই পরমাণু ওয়ারহেড পরীক্ষা চালাবে উ. কোরিয়া

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া শিগগিরই পরমাণু ওয়ারহেড এবং পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ খবর প্রকাশ করেছে। উত্তর কোরিয়া এ ধরনের পরীক্ষা চালালে তা হবে জাতিসংঘ প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন। কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, বায়ুম-লে পুনঃপ্রবেশকারী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের অনুরূপ ক্ষেপণাস্ত্র যা তাপ সহনীয় উপাদান দিয়ে তৈরি সেটির সফল পরীক্ষা পর্যবেক্ষণের পর পরমাণু ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দেন কিম।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র হামলার সক্ষমতা আরও বাড়ানোর জন্য অচিরেই পরমাণু ওয়ারহেড পরীক্ষা এবং পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম কয়েক ধরনের ব্যালিস্টিক রকেট পরীক্ষার ঘোষণা দিয়ে কিম সংশ্লিষ্ট বিভাগকে এর পূর্বপ্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।
তবে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্র বা তাদের দূরপাল্লার রকেট উৎক্ষেপণ স্টেশনে এ সংক্রান্ত কোনো কর্মতৎপরতা এখনও দেখা যায়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেউন-হাই বলেন, উত্তর কোরিয়া আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে রণোন্মুখ মনোভাব বজায় রাখা বন্ধ না করলে তারা নিজেরাই নিজেদের মরণ ডেকে আনবে। জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থবারে মত পরমাণু অস্ত্র পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে দূরপাল্লার রকেট উৎক্ষেপণের কারণে কোরীয় উপদ্বীপে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যেই অতীতের অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক সেনা নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বার্ষিক মহড়া শুরু হয়। উত্তর কোরিয়ার সর্বশেষ এ ঘোষণা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিগগিরই পরমাণু ওয়ারহেড পরীক্ষা চালাবে উ. কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ