মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরআইজিসির বিমান ও মহাকাশ বিভাগের প্রধান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে ধ্বংসের জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই, ইহুদিবাদী দখলদাররা যে পথে রয়েছে, এতে বলা যায় তাদের ধ্বংস অনিবার্য। ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইলকে আমাদের শত্রু বলেই জানি এবং মার্কিন সরকারের কথা ও কাজে আমাদের আস্থা নেই; ইহুদিবাদী ইসরাইলকে ধ্বংসের জন্য ক্ষেপণাস্ত্রও ছোঁড়ার দরকার নেই, তবে ইরান কোনো ধরনের আগ্রাসনের শিকার হলে তা করা হবে। হাজিজাদে বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পরমাণু বিষয়ক সমঝোতার পর ইরানের ক্ষেপণাস্ত্র বিষয়ে বিতর্ক জোরদার করেছে। মার্কিন সরকার বিতর্ক তুলে আমাদের প্রতিরক্ষা ক্ষমতাকে ধংস করতে চায়, যাতে এভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দুর্বল করা যায়। ওরা পরমাণু বিষয়ক বিতর্কের আগে আমরা যখন প্রত্যেক বছর সামরিক মহড়া করতাম তখন ক্ষেপণাস্ত্র বিষয়ে এতসব হৈ চৈ ছিল না, কিন্তু পরমাণু সমঝোতার পর এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে, মার্কিন কর্তৃপক্ষ ইরানের ক্ষেপণাস্ত্র বিষয়ের ওপর প্রপাগান্ডা চালাচ্ছে। তিনি আরও বলেন, শত্রুরা আমাদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির বিরোধী এবং ওরা ইরানকে ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মত দেশে রূপান্তর করতে চায়। বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরআইজিসির বিমান ও মহাকাশ বিভাগের প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনও যুদ্ধ শুরু করবে না, কিন্তু ক্ষেপণাস্ত্র শক্তিসহ নানা ধরনের প্রতিরক্ষার সিস্টেম শক্তিশালী করার মাধ্যমে নিরাপত্তা জোরদারের কাজ চালিয়ে যাবে যদিও ওরা বিমান প্রতিরক্ষা সিস্টেম খাতেও আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এবং এক্ষেত্রে নানা ধরনের বাধা-বিপত্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরও বলেন, সউদি সরকার প্রায় এক বছর ধরে ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে এবং হাজার হাজার বেসামরিক ইয়েমেনিকে হত্যা করেছে। বিবিসি, রয়টার্স ও রেডিও তেহরান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।