Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর কোরিয়ার সাথে একটি জিনিসেই কাজ হবে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বছরের পর বছর পিয়ংইয়ংয়ের সাথে কথা বলে কোন ফল আসেনি শুধু একটি জিনিসেই কাজ হবে। এক টুইট বার্তায় বলেন, বিগত ২৫ বছর ধরে প্রেসিডেন্ট এবং তাদের প্রশাসন উত্তর কোরিয়ার সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু এতে কাজ হয়নি। কিন্তু তিনি একটি জিনিস বলতে ঠিক কী বোঝাতে চাইছেন তার কোন ব্যাখ্যা দেননি। টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টরা এবং তাদের প্রশাসন গত ২৫ বছর ধরে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে... কখনও কখনও সমঝোতা হয়েছে... ব্যয় হয়েছে প্রচুর অর্থ... তবে সমঝোতা স্বাক্ষরের কলমে কালি শুকানোর আগেই পিয়ংইয়ং সেগুলো লঙ্ঘন করেছে.. মার্কিন আলোচকদের বোকা বানিয়েছে... দুঃখের সঙ্গে তাই বলতেই হচ্ছে, রাস্তা একটাই। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকান্ড ঘিরে দুটি দেশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। পিয়ংইয়ং বলেছে, তারা স¤প্রতি একটি ছোট আকারের হাইড্রোজেন বোমা সফলভাবে পরীক্ষা করেছে এবং সেটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্ত করা সম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ঐ অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে পারে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে বলে জানানোর পর ট্রাম্প টুইট করেছিলেন- তোমার শক্তি সঞ্চয় করে রাখো রেক্স, যা করা প্রয়োজন আমরা সেটাই করবো। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার সাথে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের ভালো সম্পর্ক আছে, তবে তিনি এটাও বলেন যে টিলারসন আরো কঠোর হতে পারতেন। গত সপ্তাহেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে যে এই দুজনের মধ্যে দ্ব›দ্ব ঘিরে টিলারসন প্রেসিডেন্টকে নির্বোধ বলেছেন। যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিবিসি সংবাদদাতা বলছেন, গত মাসেই জাতিসংঘে দেয়া বক্তব্যে ট্রাম্প উত্তর কোরিয়াকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়ে দেশটির নেতা কিম জং উন একটি আত্মঘাতী অভিযানে আছে বলে মন্তব্য করেন। জবাবে কিম জং প্রতিশ্রুতি দেন যে তিনি আগুনের মাধ্যমে এই মানসিক বিকারগ্রস্ত এবং ভীমরতিগ্রস্ত মার্কিন বৃদ্ধকে বশে আনবেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ